মালয়েশিয়ার খবর ২৯ সেপ্টেম্বর
কুয়ালালামপুরে ট্রাফিক আইন ভাঙলে পেতে হবে শাস্তি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৮

কুয়ালালামপুরের রাস্তায় ট্রাফিক আইন ভাঙলে আর কোনো ছাড় নেই, পেতে হবে শাস্তি। ১ অক্টোবর থেকে সরাসরি জরিমানার অভিযান শুরু করবে দেশটির ট্রাফিক বিভাগ। মালয় মেইল এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, কুয়ালালামপুর পুলিশপ্রধান দাতুক ফাদিল মারসুস জানিয়েছেন, সেপ্টেম্বরের ৬ থেকে ২৫ তারিখ পর্যন্ত তিন সপ্তাহব্যাপী সচেতনতামূলক অভিযানে প্রায় ৬০ হাজারেরও বেশি সতর্ক নোটিশ দেওয়া হয়েছে। ওই সময়ে চালকদের সচেতন করতে শুধু সতর্কবার্তা দেওয়া হলেও এবার আইন ভঙ্গের সঙ্গে সঙ্গে করা হবে জরিমানা।
পুলিশ জানিয়েছে, সবচেয়ে বেশি আইন ভঙ্গ হয়েছে অবৈধ পার্কিং ও রাস্তা বাধাগ্রস্ত করার কারণে। এছাড়া ট্রাফিক সিগন্যাল অমান্য, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, স্টাইলিশ বা বেআইনি নম্বর প্লেট ব্যবহার এবং পথচারীদের আইন না মানা। পুলিশ আরো জানিয়েছে, নতুন এই পদক্ষেপের মাধ্যমে গাড়িচালক, মোটরসাইকেল আরোহী ও পথচারী সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ করা হবে।
কর্তৃপক্ষের আশা, এ উদ্যোগ শহরের ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনবে, দুর্ঘটনা কমাবে এবং সাধারণ মানুষের যাতায়াতকে আরো নিরাপদ করবে। আইন মানতে গাফিলতি করলে আর কোনো সতর্কবার্তা নয়, কুয়ালালামপুরের রাস্তায় আইন ভাঙলেই এবার পেতে হবে শাস্তি।