Logo
×

Follow Us

এশিয়া

ইন্দোনেশিয়ার গোল্ডেন ভিসায় ৪৮ ট্রিলিয়ন রুপিয়ার বিনিয়োগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬

ইন্দোনেশিয়ার গোল্ডেন ভিসায় ৪৮ ট্রিলিয়ন রুপিয়ার বিনিয়োগ

ইন্দোনেশিয়ার সরকার জানিয়েছে, দেশটির নতুন গোল্ডেন ভিসা কর্মসূচির আওতায় এখন পর্যন্ত প্রায় ৪৮ ট্রিলিয়ন রুপিয়া (প্রায় ৩.১ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ এসেছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চালু করা এই ভিসা কর্মসূচি ইতোমধ্যে দেশটির অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলেছে।

২০২৩ সালের শেষ দিকে চালু হওয়া এই গোল্ডেন ভিসা মূলত উচ্চ সম্পদধারী ব্যক্তি, উদ্যোক্তা এবং আন্তর্জাতিক কোম্পানিগুলোর জন্য তৈরি করা হয়েছে। যারা ইন্দোনেশিয়ায় দীর্ঘমেয়াদি বসবাস, ব্যবসা পরিচালনা এবং বিনিয়োগ করতে চান, তাদের জন্য এটি একটি বিশেষ সুযোগ।

ইন্দোনেশিয়ার আইন অনুযায়ী, গোল্ডেন ভিসা পেতে হলে ব্যক্তি পর্যায়ে কমপক্ষে ৩৫ বিলিয়ন রুপিয়া এবং কোম্পানি পর্যায়ে ৭৬ বিলিয়ন রুপিয়া বিনিয়োগ করতে হয়। বিনিয়োগকারীরা ৫ থেকে ১০ বছর মেয়াদি রেসিডেন্সি সুবিধা পান, যার মাধ্যমে তারা ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য খাতে অবাধে কাজ করতে পারেন।

সরকার বলছে, এই কর্মসূচির মাধ্যমে শুধু অর্থনৈতিক প্রবাহ নয়, বরং প্রযুক্তি, দক্ষতা এবং আন্তর্জাতিক সংযোগও বাড়ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানি ও স্টার্টআপ ইন্দোনেশিয়ায় কার্যক্রম শুরু করেছে গোল্ডেন ভিসার সুবিধা নিয়ে।

ইন্দোনেশিয়ার মন্ত্রী মোহাম্মদ মাহফুদ বলেন, “আমরা চাই ইন্দোনেশিয়া শুধু পর্যটনের দেশ না, বরং একটি বৈশ্বিক বিনিয়োগ কেন্দ্র হয়ে উঠুক। গোল্ডেন ভিসা সেই পথেই আমাদের এগিয়ে নিচ্ছে।”

বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে ইন্দোনেশিয়া এখন গোল্ডেন ভিসা নীতিতে সবচেয়ে আগ্রহী দেশগুলোর একটি। এই কর্মসূচি বাংলাদেশ, ভারত, চীনসহ বিভিন্ন দেশের উচ্চ সম্পদধারী নাগরিকদের জন্যও আকর্ষণীয় হয়ে উঠছে।

সরকার আরো জানিয়েছে, গোল্ডেন ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে, যাতে আবেদনকারীরা দ্রুত ও স্বচ্ছভাবে প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

এই কর্মসূচি ইন্দোনেশিয়ার অর্থনীতিকে হীরার বাইরে, প্রযুক্তি ও উদ্যোক্তাবান্ধব পথে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তথ্যসূত্র: দ্য স্টার

Logo