Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ২৭ সেপ্টেম্বর

মালয়েশিয়ার কুয়ালালামপুরে রেইড: গ্রেফতার ১৯৬, আছে ২১ বাংলাদেশি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৬

মালয়েশিয়ার কুয়ালালামপুরে রেইড: গ্রেফতার ১৯৬, আছে ২১ বাংলাদেশি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের রেইড চলাকালে ১৯৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ২১ জন বাংলাদেশি। বারনামা এ খবর দিয়েছে। 

খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার রাতে লিটল পাকিস্তান নামে একটি এলাকায় অভিযান চালানো হয়। যেখানে প্রায় ৪০০ জনকে যাচাইয়ের পর বৈধ কাগজ না থাকা, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং সঠিক ভ্রমণ নথি না থাকার অভিযোগে ১৯৬ জনকে আটক করা হয়। যাদের অধিকাংশই রেস্টুরেন্ট ও দোকানে কাজ করছিল। গ্রেফতারকৃতদের মধ্যে ১৫০ জন পাকিস্তানি, ২১ জন বাংলাদেশি; বাকিরা ইন্দোনেশিয়া, ভারত, নেপাল, ফিলিপাইন, জর্ডান ও শ্রীলঙ্কার নাগরিক। অভিযানে আরো তিনজন স্থানীয় নিয়োগকর্তাকে আটক করা হয়েছে। 

উল্লেখ্য, এর আগেও মালয়েশিয়ায় এক অভিযানে ৫৪৫ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল, যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় বাংলাদেশি আটক অভিযানের ঘটনা। ঘন ঘন এ ধরনের অভিযানে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। 


Logo