Logo
×

Follow Us

এশিয়া

মালদ্বীপ প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮

মালদ্বীপ প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশে দেশটির আইন ও নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ২৪ সেপ্টেম্বর দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালদ্বীপে অবৈধভাবে কাজ করলে সংশ্লিষ্ট কর্মীকে সর্বোচ্চ ১০ বছরের জন্য দেশ থেকে বিতাড়িত (ডিপোর্ট) করা হবে। মালদ্বীপে ‘ফ্রি ভিসা’ নামে কোনো ব্যবস্থা নেই। নির্দিষ্ট কোম্পানির নামে ভিসা গ্রহণকারী কর্মীকে সেই কোম্পানির অধীনেই কাজ করতে হবে। অন্যত্র কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং তা করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

দূতাবাস আরো জানায়, প্রবাসী কর্মীদের ব্যবসা-বাণিজ্য বা আর্থিক লেনদেনে জড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কার্যক্রমে জড়িত হলে ডিপোর্টের পাশাপাশি আইনগত শাস্তি ভোগ করতে হবে।

বাংলাদেশ সরকার মালদ্বীপে কর্মসংস্থানের জন্য নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ১৫ হাজার ৭৮০ টাকা নির্ধারণ করেছে। ওয়ার্ক ভিসায় মালদ্বীপে যেতে আগ্রহীদের অতিরিক্ত অর্থ প্রদান না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। মানব পাচারকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এ অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বনিম্ন ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

ভ্রমণ ভিসায় মালদ্বীপে গিয়ে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে তা শাস্তিযোগ্য অপরাধ। এ ক্ষেত্রে আর্থিক জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে। ভ্রমণ ভিসায় অবস্থানকালে চাকরি বা ব্যবসায়িক কার্যক্রমে সম্পৃক্ত হওয়াও কঠোরভাবে নিষিদ্ধ।

দূতাবাস জানায়, মালদ্বীপ সরকার বিড়ি ও সিগারেট আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। বাইরে থেকে এসব পণ্য নিয়ে গেলে বিপুল পরিমাণ জরিমানা করা হবে। বাংলাদেশ থেকে আগমনের সময় ইয়াবা, গাঁজা, হেরোইনসহ যে কোনো ধরনের মাদক বহন করা কঠোরভাবে নিষিদ্ধ এবং এ অপরাধে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

প্রয়োজনীয় ওষুধ বহনের ক্ষেত্রে নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন বাধ্যতামূলক। রান্না করা খাবার, গার্মেন্টস, পলিব্যাগ বা বিক্রির উদ্দেশ্যে অন্য কোনো সামগ্রী বহন করাও নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয়।

দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান জানিয়ে সতর্ক করা হয়েছে, যেন কেউ অজ্ঞতাবশত অপরাধে জড়িয়ে না পড়েন।

তথ্যসূত্র: সারাবাংলা ডট নেট

Logo