Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় ৫৪৫ জন বাংলাদেশি গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৫

মালয়েশিয়ায় ৫৪৫ জন বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় ৫৪৫ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সেলেঙ্গর ইমিগ্রেশন পুলিশ তিনটি এলাকায় অভিযান চালিয়ে এসব বাংলাদেশিসহ মোট ৬৬২ জন বিদেশিকে গ্রেফতার করে। বারনামা এই খবর দিয়েছে। 

খবরে ইমিগ্রেশন কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈধ পারমিট না থাকা, পারমিটের শর্ত লঙ্ঘনের অভিযোগের কথা জানিয়েছে সেলেঙ্গর ইমিগ্রেশন পুলিশ।

সেলেঙ্গর ইমিগ্রেশন পুলিশ আরো জানিয়েছে, এসব বাংলাদেশিসহ বিদেশিদের তামান পেরুইন্দুসট্রিয়ান ও পোর্ট ক্লাং এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। বাংলাদেশি ছাড়াও অভিযানে গ্রেফতার হয়েছে যথাক্রমে মিয়ানমার (৩৬ জন), পাকিস্তান (৩৫ জন), নেপাল (২৪ জন), ভারত (১০ জন) এবং ইন্দোনেশিয়ার ৯ জন।  

সেলাঙ্গরের অভিবাসন পরিচালক খাইরুল আমিনুস কামারুদ্দিন জানিয়েছেন, সেলাঙ্গর অভিবাসন বিভাগের নেতৃত্বে এক সমন্বিত অভিযানে ১ হাজার ১৩২ জন বিদেশি বাসিন্দাদের কাগজপত্র পরীক্ষা করা হয়।  

গ্রেফতারকৃতদের আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রথমে সেলেঙ্গর সদর দপ্তরে নেওয়া হয় এবং পরে সেমেনীয় অভিবাসন ডিপোতে চালান করা হবে।

খাইরুল আমিনুস জানিয়েছেন, ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলতে থাকবে। যারা অভিবাসন আইন ভঙ্গ করবেন, তাদের শনাক্ত করে ডিপোর্ট করা হবে।

Logo