মালয়েশিয়ায় ম্যাসাজ সেন্টারে অভিযানে ২৮ বিদেশি আটক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ কুয়ালালামপুর ও পুচংয়ের একাধিক ম্যাসাজ সেন্টারে অভিযান চালিয়ে ২৮ জন বিদেশি নাগরিককে আটক করেছে। গত ২৪ সেপ্টেম্বর রাতে দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন সেলাঙ্গর ইমিগ্রেশন ডিরেক্টর খায়রুল আমিনুস কামারুদ্দিন।
আটককৃতদের মধ্যে থাইল্যান্ড, চীন, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও ভারতের নাগরিক রয়েছেন। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান এবং বৈধ ভ্রমণ নথি না থাকার অভিযোগ রয়েছে। অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত সপ্তাহে জোহর বাহরুর তিনটি ম্যাসাজ সেন্টারে বিশেষ অভিযানে ১১৫ জনকে তল্লাশি করে ৫২ জন বিদেশিকে আটক করা হয়েছিল। চলতি বছরের ৩০ জুলাই কুয়ালালামপুরের একটি ম্যাসাজ পার্লারে পতিতাবৃত্তির অভিযোগে দুই বাংলাদেশি নারীসহ ২২ জনকে আটক করা হয়।
মালয়েশিয়ায় অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। বিশেষ করে ম্যাসাজ সেন্টার ও স্পা ব্যবসার আড়ালে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে ভুয়া পরিচয়পত্র, মেয়াদোত্তীর্ণ ভিসা এবং অবৈধ শ্রমিকদের শনাক্ত করা হচ্ছে।
দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে, এসব অভিযানের উদ্দেশ্য হলো অভিবাসন আইন লঙ্ঘনকারী ও অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা। একই সঙ্গে মালয়েশিয়ায় বৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাও তাদের লক্ষ্য।
বিশ্লেষকদের মতে, অভিবাসন আইন কঠোর হওয়ায় মালয়েশিয়ায় কাজ করতে আগ্রহী বিদেশিদের এখন আরো সতর্ক থাকতে হচ্ছে। ভিসার মেয়াদ, কাজের অনুমতি এবং আবাসনের বৈধতা নিশ্চিত না করলে যে কোনো সময় আইনি জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে।
তথ্যসূত্র: সময় অনলাইন