Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় যেতে চাওয়াদের সতর্ক করল বোয়েসেল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৮

মালয়েশিয়ায় যেতে চাওয়াদের সতর্ক করল বোয়েসেল

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) জানিয়েছে, মালয়েশিয়ার নিয়মিত শ্রমবাজার এখনো আনুষ্ঠানিকভাবে খোলা হয়নি। তবুও অসাধু দালালচক্র বিভ্রান্তি ছড়িয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে বলে এক বিজ্ঞপ্তিতে সতর্ক করেছে সংস্থাটি। 

বোয়েসেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের ৩১ মের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করেও মালয়েশিয়া যেতে না পারা ৭ হাজার ৮৭৩ জন তালিকাভুক্ত কর্মীকে সরকারি উদ্যোগে পাঠানোর বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ উদ্যোগের আওতায় শুধু তালিকাভুক্ত কর্মীরাই সুযোগ পাবেন। তারা সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা পরিশোধ করে নির্মাণ ও পর্যটন খাতে প্রশিক্ষণ গ্রহণের পর মালয়েশিয়ায় যেতে পারবেন। বোয়েসেল জনগণকে পরামর্শ দিয়েছে, যাতে তারা কোনো ভুয়া দালাল বা অতিরিক্ত অর্থ চাওয়া কারো কাছে প্রতারিত না হন এবং শুধু বোয়েসেলের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেন।

যে কোনো সহায়তা বা তথ্যের জন্য কর্মীরা বোয়েসেলের অফিসে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এছাড়া প্রবাস বন্ধু কল সেন্টারের মাধ্যমেও তথ্য পাওয়া যাবে। বোয়েসেল আরো জানায়, নৈতিক, নিরাপদ ও দক্ষ অভিবাসন নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য এবং এই বিশেষ উদ্যোগ গত বছর সুযোগ হারানো কর্মীদের জন্য বড় স্বস্তি নিয়ে আসবে।


Logo