মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের জন্য কর্মশালা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিয়ে “Work with Ease, Feel at Peace with PERKESO” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়ার সরকারি প্রতিষ্ঠান PERKESO-এর আয়োজনে এবং বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় কুয়ালালামপুরে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় PERKESO-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিরা এবং ৫০ জনের বেশি বাংলাদেশি শ্রমিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সারওয়ার ভূঁইয়া প্রবাসী শ্রমিকদের জন্য বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ১৩ লাখ টাকার আর্থিক সহায়তা প্যাকেজ এবং মৃত শ্রমিকদের দেশে ফেরাতে বিনামূল্যের অ্যাম্বুলেন্স সেবা।
তিনি PERKESO-এর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এই ধরনের কর্মসূচি শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাৎ শাহানারা মনিকা বলেন, “মালয়েশিয়া সরকার ও PERKESO-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে বাংলাদেশ হাইকমিশন শ্রমিকদের অধিকার, সুরক্ষা ও কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।” তিনি আশা প্রকাশ করেন, এই কর্মশালাগুলো শ্রমিকদের মধ্যে সচেতনতা বাড়াবে এবং তাদের অধিকার সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দেবে।
PERKESO-এর উপপ্রধান নির্বাহী এডমন্ড চেং পিং হুয়াং জানান, মালয়েশিয়া সরকার শ্রমিকবান্ধব পরিবেশ গড়তে নানা প্রকল্প বাস্তবায়ন করছে। কর্মশালায় PERKESO-এর “Social Security Protection” কর্মসূচির ভিডিও উপস্থাপন করা হয়, যেখানে শ্রমিকদের জন্য প্রযোজ্য সুবিধা ও দায়িত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে PERKESO বাংলাদেশ ওয়েজ আর্নার্স বোর্ড এবং বাংলাদেশ হাইকমিশনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে তাদের সহযোগিতার স্বীকৃতি হিসেবে।
তথ্যসূত্র: বাসস