Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ২১ সেপ্টেম্বর

মাদকের সবচেয়ে বড় চালান আটকে দিল মালয়েশিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৭

মাদকের সবচেয়ে বড় চালান আটকে দিল মালয়েশিয়া

এখন পর্যন্ত সবচেয়ে বড় মাদকের একটি চালান আটকে দিয়েছে মালয়েশিয়ার পুলিশ। তারা বলছে, মাদকগুলোর আনুমানিক মূল্য ৬০০ মিলিয়ন রিংগিত বা ১৫০০ কোটি টাকা।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বারনামা জানিয়েছে, দেশটির ক্লাং ভ্যালিতে চালানো একাধিক অভিযানে ৩ হাজার ৫৮৬.৪৫ কেজি মাদক উদ্ধার করেছে দেশটির পুলিশ।

উদ্ধারকৃত মাদক প্রায় ১ কোটি ২০ লাখ ব্যবহারকারীর হাতে পৌঁছাতে পারত বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল। তিনি বলেন, এটি মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে বড় ড্রাগ উদ্ধারগুলোর একটি, যা তাদের দেশের জন্য এক বড় হুমকি প্রতিরোধ করেছে।

এদিকে, অ্যালায়েন্স ফর এ সেফ কমিউনিটির চেয়ারম্যান তান শ্রী লি লাম থায় এটিকে একটি জাতীয় সতর্ক বার্তা হিসেবে উল্লেখ করে বলেছেন, এ ধরনের বড় ড্রাগ ল্যাবের উপস্থিতি দেখে মনে হচ্ছে, মালয়েশিয়াকে আন্তর্জাতিক ও স্থানীয় পাচারচক্র মাদকের লাভজনক বাজার ও বিতরণ কেন্দ্র হিসেবে দেখছে। তিনি আরো বলেন, শুধু আইন প্রয়োগ নয়, সীমান্ত নিয়ন্ত্রণ কঠোর করা, আঞ্চলিক ও আন্তর্জাতিক গোয়েন্দা তথ্য বিনিময় বাড়ানো, প্রযুক্তির ব্যবহার এবং পরিবার-সমাজ-স্কুল পর্যায়ে সচেতনতা তৈরি করা জরুরি। 

তিনি পুলিশকে দ্রুত অভিযানের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এই উদ্ধার দেশকে একটি জাতীয় বিপর্যয় থেকে বাঁচিয়েছে।

Logo