মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় বায়োমেট্রিক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। জালিয়াতি রোধে এবার পরীক্ষার সময় বায়োমেট্রিক যাচাইকরণ, অর্থাৎ আঙুলের ছাপভিত্তিক শনাক্তকরণ ব্যবস্থা চালু করা হচ্ছে। ২০ সেপ্টেম্বর এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. জুলকেফলি আহমদ।
সম্প্রতি স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে উঠে এসেছে, কিছু অসাধু চক্র অসুস্থ বিদেশি কর্মীদের বদলে সুস্থ ব্যক্তিদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছে। এতে করে কর্মীদের প্রকৃত স্বাস্থ্যঝুঁকি ধরা পড়ছে না এবং কর্মস্থলে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
এই পরিস্থিতি মোকাবিলায় মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মেডিকেল এক্সামিনেশন মনিটরিং এজেন্সি (FOMEMA) যৌথভাবে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। এখন থেকে প্রতিটি বিদেশি কর্মীর স্বাস্থ্য পরীক্ষার সময় আঙুলের ছাপ নেওয়া হবে, যাতে নিশ্চিত হওয়া যায় যে পরীক্ষাটি সংশ্লিষ্ট ব্যক্তিরই।
স্বাস্থ্যমন্ত্রী ডা. জুলকেফলি বলেন, “আমাদের কঠোর স্ক্রিনিং প্রক্রিয়ার কারণে কেউ প্রতারণা করে পার পাবে না। সন্দেহজনক এক্স-রে রিপোর্টগুলোও পুনরায় পর্যালোচনা করা হবে।”
এই উদ্যোগের ফলে মালয়েশিয়ায় কর্মরত বিদেশি শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত হবে এবং নিয়োগকর্তারাও প্রকৃত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারবেন। একই সঙ্গে স্বাস্থ্য পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়ার শ্রমবাজারে বিদেশি কর্মীদের সংখ্যা দিন দিন বাড়ছে। তাই স্বাস্থ্য পরীক্ষায় জালিয়াতি রোধে প্রযুক্তিনির্ভর এই পদক্ষেপ সময়োপযোগী। এতে করে কর্মীদের স্বাস্থ্যঝুঁকি কমবে এবং কর্মস্থলে নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে।
তথ্যসূত্র: সময় অনলাইন