Logo
×

Follow Us

এশিয়া

থাইল্যান্ডের ই-ভিসা আবেদনকারীদের জন্য নতুন পেমেন্ট সুবিধা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৭

থাইল্যান্ডের ই-ভিসা আবেদনকারীদের জন্য নতুন পেমেন্ট সুবিধা

থাইল্যান্ডে ভ্রমণ করতে ই-ভিসা আবেদনকারীদের জন্য অনলাইন পেমেন্ট আরো সহজ ও নিরাপদ করতে নতুন দুটি ব্যাংক প্ল্যাটফর্ম চালু করেছে ঢাকাস্থ রয়্যাল থাই অ্যাম্বাসি। ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে আবেদনকারীরা নিচের যে কোনো একটি ব্যাংকের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করতে পারবেন:

- কমার্শিয়াল ব্যাংক অব সিলন: https://www.combank.net.bd/thaievisa

- ইস্টার্ন ব্যাংক লিমিটেড (EBL): https://onboarding.ebl-bd.com/thaipayment/start

- পেমেন্ট গ্রহণের সময়সীমা: সকাল ৯টা থেকে দুপুর ১২টা, শুধু দূতাবাসের কার্যদিবসে।

আবেদনকারীদের অবশ্যই পেমেন্টের পর Payment Information Summary (PIS) পৃষ্ঠাটি ই-ভিসা প্ল্যাটফর্মে আপলোড করতে হবে, যাতে দূতাবাস তা যাচাই করতে পারে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:

- প্রদেয় অর্থ অবশ্যই PIS-এ উল্লেখিত মোট পরিমাণের সঙ্গে মিলতে হবে

- একাধিকবারে অর্থ প্রদান (split payment) গ্রহণযোগ্য নয়

- ভুল পরিমাণে অর্থ প্রদান করলে আবেদন বাতিল হবে

- প্রদেয় অর্থ ফেরতযোগ্য নয়

দূতাবাস জানিয়েছে, চলমান মুদ্রা বিনিময় হারের সঙ্গে সামঞ্জস্য রাখতে কিছু সার্ভিস ফি শিগগিরই আপডেট করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য দূতাবাসের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে জানানো হবে।

রয়্যাল থাই অ্যাম্বাসি জানিয়েছে, তারা সব ধরনের সৎ ও বৈধ ভ্রমণকারীদের জন্য নিরাপদ, কার্যকর ও সহজ সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তথ্যসূত্র: রয়্যাল থাই অ্যাম্বাসি, ঢাকা

Logo