Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ১৮ সেপ্টেম্বর

মালয়েশিয়ায় ইমিগ্রেশনের দুর্নীতিবাজদের নির্মূলের অঙ্গীকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৬

মালয়েশিয়ায় ইমিগ্রেশনের দুর্নীতিবাজদের নির্মূলের অঙ্গীকার

মালয়েশিয়ায় ইমিগ্রেশনের দুর্নীতিবাজদের নির্মূলের অঙ্গীকার করেছেন দেশটির ইমিগ্রেশন বিভাগের ডিজি দাতুক জাকারিয়া সাবান। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য নিউ স্ট্রেইট টাইমস এই খবর দিয়েছে।

দেশটির ইমিগ্রেশনে কাউন্টার সেটিংসের বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যে তিনি এই মন্তব্য করলেন। চলমান এই অভিযানে এ বছর এখন পর্যন্ত ৬০ জন ইমিগ্রেশন কর্মকর্তার চাকরি গেছে। ১৯৯টি মামলার সমাধান হয়েছে।

মালয়েশিয়া ইমিগ্রেশন কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ নিয়ে বিদেশিদের ঢুকতে দেওয়ার অভিযোগের পর এই অভিযান শুরু হয়। প্রায় প্রতিদিনই কাউন্টার সেটিংসে যুক্ত ইমিগ্রেশন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের গ্রেফতার করার খবর উঠে আসছে গণমাধ্যমে। তাতে এসব ইমিগ্রেশন কর্মকর্তার বিপুল সম্পত্তির খোঁজ পাওয়া যাচ্ছে।

এরই পরিপ্রেক্ষিতে দাতুক জাকারিয়া আরো বলেন, ইমিগ্রেশন বিভাগ সততা লঙ্ঘনকারী কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। জোর দিয়ে বলেছেন, শৃঙ্খলা প্রয়োগ স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রতি সরকারের প্রতিশ্রুতির একটি মূল স্তম্ভ। খবরের সূত্র জানা যায়, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে ইমিগ্রেশন বিভাগ শত শত অভ্যন্তরীণ শৃঙ্খলা সংক্রান্ত মামলা পরিচালনা করেছে, যার মধ্যে অনেকগুলো দেশের প্রবেশপথে অসদাচরণের সাথে যুক্ত। 


Logo