Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ১৭ সেপ্টেম্বর

মালয়েশিয়ায় সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চলছেই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৬

মালয়েশিয়ায় সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চলছেই

মালয়েশিয়ায় কাউন্টার সেটিংস সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চলছেই। দেশটিতে অবৈধভাবে বিদেশিদের প্রবেশে সহায়তাকারী কাউন্টার সেটিংস সিন্ডিকেটের বিরুদ্ধে অ্যান্টি-করাপশন কমিশনের চলমান অভিযানে মা-ছেলেসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বারনামা এ খবর দিয়েছে।

অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৮০ হাজার রিংগিত নগদ অর্থ, ৫০ হাজার রিংগিতের সমপরিমাণ স্বর্ণালংকার, যোগাযোগ সরঞ্জাম, দুটি গাড়ি ও মোটরসাইকেল। অন্য আসামিদের কাছ থেকেও নগদ অর্থ, বিদেশি মুদ্রা, প্রায় ২ লাখ রিংগিতের সমপরিমাণ গহনা এবং নানা ধরনের প্রযুক্তিসামগ্রী জব্দ করা হয়েছে। এছাড়া ফ্রিজ করা হয়েছে গ্রেপ্তারকৃতদের ব্যাংক অ্যাকাউন্ট। মালয়েশিয়ান অ্যান্টি করাপশন কমিশন জানিয়েছে, এই সিন্ডিকেটের সদস্যরা ইমিগ্রেশন কাউন্টারে বসে নিয়ম ভেঙে, আর্থিক সুবিধা নিয়ে, বিদেশিদের প্রবেশ করাত। কর্তৃপক্ষ বলছে, অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না সিন্ডিকেটের পুরো নেটওয়ার্ক ভেঙে ফেলা যায়। এই অভিযানকে দেশটির সীমান্ত নিরাপত্তা ও দুর্নীতি দমন কার্যক্রমে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

Logo