Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় এক জেলায় ৮ মাসে ৮৮ মিলিয়ন রিংগিত জালিয়াতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩

মালয়েশিয়ায় এক জেলায় ৮ মাসে ৮৮ মিলিয়ন রিংগিত জালিয়াতি

মালয়েশিয়ার আলোর গাজাহ জেলায় ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রতারণাজনিত অপরাধে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮৮.৩ মিলিয়ন রিংগিত (বাংলাদেশি টাকায় প্রায় ২২৩ কোটি)। স্থানীয় পুলিশ বিভাগ জানিয়েছে, এই সময়কালে প্রতারণার ৩৮৪টি মামলা রেকর্ড করা হয়েছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

আলোর গাজাহ জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট আরজান আবু হাসান জানান, প্রতারণার ধরনগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছিল অনলাইন স্ক্যাম, প্রেমের ফাঁদ, চাকরির প্রতিশ্রুতি, বিনিয়োগ প্রতারণা এবং ভুয়া লেনদেন। শুধু প্রেমের ফাঁদে পড়ে ৩৬ জন ভুক্তভোগী ২.৯ মিলিয়ন রিংগিত হারিয়েছেন।

তিনি বলেন, “প্রতারণার কৌশল দিন দিন আরো জটিল হচ্ছে। মানুষকে বিশ্বাস করিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার পদ্ধতিগুলো এখন ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে।”

পুলিশ জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে অনলাইন বিনিয়োগ প্রতারণায়, যেখানে ৩.৫ মিলিয়ন রিংগিত হারিয়েছেন ভুক্তভোগীরা। এছাড়া চাকরির প্রতিশ্রুতি দিয়ে ৫.৪ মিলিয়ন রিংগিত জালিয়াতি এবং ভুয়া বিক্রয় লেনদেনে ৩.৬ মিলিয়ন রিংগিত হাতিয়ে নেওয়া হয়েছে।

আরজান আবু হাসান জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “অপরিচিত ব্যক্তির কাছ থেকে ফোন, ইমেইল বা সোশ্যাল মিডিয়ায় প্রলোভনমূলক অফার পেলে তা যাচাই না করে কোনো লেনদেন করবেন না।”

পুলিশ প্রতারণা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে এবং ভুক্তভোগীদের দ্রুত অভিযোগ জানাতে অনুরোধ করছে। একই সঙ্গে প্রযুক্তিগত সহায়তা ও সাইবার অপরাধ তদন্ত জোরদার করা হয়েছে।

এই পরিস্থিতি মালয়েশিয়ায় ডিজিটাল নিরাপত্তা ও জনসচেতনতার প্রয়োজনীয়তা আরো স্পষ্ট করে তুলেছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, প্রতারণার বিরুদ্ধে লড়াইয়ে জনগণের সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র: দ্য নিউ স্ট্রেইট টাইমস

Logo