Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ১৫ সেপ্টেম্বর

মালয়েশিয়ায় ঘুষকাণ্ডে ইমিগ্রেশন দম্পতি গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩২

মালয়েশিয়ায় ঘুষকাণ্ডে ইমিগ্রেশন দম্পতি গ্রেপ্তার

মালয়েশিয়ায় ঘুষকাণ্ডে ইমিগ্রেশন বিভাগে কর্মরত এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় ৯ লাখ রিংগিত ঘুষ গ্রহণের অভিযোগে এই দম্পতিকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন। দ্য নিউ স্ট্রেইট টাইমস এ খবর দিয়েছে।

পুলিশ জানিয়েছে, অপারেশন ডাইগো নামের একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয় এবং আদালতের নির্দেশে পাঁচ দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে। তদন্তে জানা গেছে, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে তারা বিভিন্ন মাধ্যমে নানা প্রক্রিয়ায় ঘুষ নিয়ে অবৈধ বিদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় প্রবেশ ও থাকার সুযোগ দিতেন। 

আর এই অবৈধভাবে অর্জিত অর্থে তারা একটি স্বর্ণের দোকান খোলেন, যেখানে তাদের সন্তান ও আত্মীয়কে প্রক্সি হিসেবে ব্যবহার করা হয়। অভিযানে দোকান থেকে প্রায় তিন কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১৪ লাখ রিংগিত। 

অভিযুক্ত দম্পতি কোন দেশের নাগরিক, তা জানা যায়নি। তবে এ ঘটনায় MACC আইন ২০০৯ এ মালয়েশিয়ার আদালতে মামলা চলমান রয়েছে। 


Logo