মালয়েশিয়ার খবর ১৪ সেপ্টেম্বর
মালয়েশিয়ায় ইমিগ্রেশন কর্মকর্তাদের সম্পদের পাহাড়: গ্রেফতার ৬

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৬

ইমিগ্রেশন কর্মকর্তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন। এই অভিযানে ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে বিপুল পরিমাণ স্বর্ণ ও সম্পদের খোঁজ পেয়েছেন তারা। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য নিউ স্ট্রেইট টাইমস এই খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, পাঁচজন ইমিগ্রেশন কর্মকর্তাসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
তাদের কাছ থেকে ৩.২ কেজি স্বর্ণ ও অলংকার উদ্ধার করা হয়েছে, যার যার মূল্য ২০ লাখ রিংগিত। দুর্নীতি দমন পুলিশ বলছে, এসব ইমিগ্রেশন কর্মকর্তা বিমানবন্দরে কাউন্টার পরিচালনা করতেন। অর্থ বা অন্য সুযোগ-সুবিধার বিনিময়ে তারা বিদেশিদের দেশটিতে ঢোকার সময় সুবিধা করে দিতেন। জব্দ করা জিনিসপত্রের মধ্যে রয়েছে, স্বর্ণমুদ্রা, বিলাসবহুল গাড়ি, দামি ঘড়ি ও হ্যান্ডব্যাগ। এছাড়া গ্রেফতারকৃতদের ৭০টির মতো ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, যাতে ৩৩ লাখ রিংগিত ছিল।
ধারণা করা হচ্ছে, বিমানবন্দরে কাউন্টারে কাজ করার সময় বিদেশি বা তাদের দালালদের কাছ থেকে এসব ঘুষ নিতেন কর্মকর্তারা। প্রশ্ন উঠেছে, এসব ইমিগ্রেশন অফিসার যেখানে মাসে ১ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৬০০ রিংগিত বেতন পান, তারা কী করে এত সম্পদের মালিক হতে পারেন। মালয়েশিয়াজুড়ে অবৈধ কর্মী-শ্রমিকদের ধরতে যেমন অভিযান চালছে, তেমনি বিমানবন্দরে কাউন্টার সেটিংসে জড়িত ইমিগ্রেশন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযান জোরদার হচ্ছে।