Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় শুরু হতে যাচ্ছে এনআইডি বিতরণ কার্যক্রম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭

মালয়েশিয়ায় শুরু হতে যাচ্ছে এনআইডি বিতরণ কার্যক্রম

প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ কার্যক্রম মালয়েশিয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি সপ্তাহেই মালয়েশিয়ায় এই কার্যক্রমের উদ্বোধন হবে, পাশাপাশি প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করবে ইসি।

ইসির উপসচিব মো. শাহ্ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং রাজবাড়ী জেলার জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ জালাল উদ্দিন ১৪ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন। সফরকালে তারা মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

এছাড়া প্রবাসীদের সঙ্গে ভোটার নিবন্ধন সংক্রান্ত মতবিনিময় সভা, মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং বিদেশে থেকে দেশে ভোট প্রদানের পদ্ধতি নিয়ে সচেতনতা বৃদ্ধির কার্যক্রমও পরিচালিত হবে।

বর্তমানে ইসি ১০টি দেশের ১৭টি দূতাবাসের মাধ্যমে এনআইডি সেবা দিচ্ছে। এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান ও কানাডা। প্রবাসীরা https://services.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ভোটার নিবন্ধনের আবেদন করতে পারেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপে এনআইডি কার্যক্রম শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ছাড়াও নিউ ইয়র্ক ও ওয়াশিংটনসহ অন্যান্য শহরে যেখানে বাংলাদেশ মিশন রয়েছে, সেখানেও এই সেবা চালু হচ্ছে।

আগামী মাসে জর্ডান, মালদ্বীপ, ওমান ও দক্ষিণ আফ্রিকায় এনআইডি কার্যক্রম চালুর প্রস্তুতি চলছে। নির্বাচন কমিশন পর্যায়ক্রমে ৪০টি দেশে এনআইডি সেবা চালুর পরিকল্পনা গ্রহণ করেছে। এতে প্রবাসী বাংলাদেশিরা ভোটার হিসেবে নিবন্ধিত হয়ে ভবিষ্যতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন।

তথ্যসূত্র: বাংলা নিউজ ২৪

Logo