ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১৯, নিখোঁজ ৫

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫

ভয়াবহ আকস্মিক বন্যায় ইন্দোনেশিয়ার পর্যটন কেন্দ্র বালি ও ফ্লোরেস দ্বীপে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এখনো নিখোঁজ রয়েছেন পাঁচজন।
ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সির (BNPB) মুখপাত্র আব্দুল মুহারি জানান, মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টিপাতের ফলে বালির সাতটি জেলায় বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। বুধবার রাত পর্যন্ত বালিতে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছায়। এর আগে মৃতের সংখ্যা ছিল ৯ জন এবং নিখোঁজ ছিলেন ২ জন।
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য স্কুল, গ্রামীণ হল ও মসজিদসহ সরকারি স্থাপনাগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। সেখানে পাঁচ শতাধিক মানুষকে নিরাপদ আশ্রয় দেওয়া হয়েছে।
ফ্লোরেস দ্বীপের নাগেকিও জেলায় বৃহস্পতিবার এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়, ফলে সেখানে মৃতের সংখ্যা দাঁড়ায় ৫ জনে। স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান ফাতুর রহমান জানান, নিখোঁজ তিনজনের সন্ধানে উদ্ধারকারীরা খননকারী যন্ত্র ও ড্রোন ব্যবহার করে তল্লাশি চালাচ্ছেন।
বৃহস্পতিবার বালির প্রাদেশিক রাজধানী ডেনপাসারে আবহাওয়া কিছুটা পরিষ্কার হলেও ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা সতর্ক করেছে যে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত আবারো মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে।
প্রাকৃতিক এই দুর্যোগে স্থানীয় প্রশাসন, উদ্ধারকারী দল ও স্বেচ্ছাসেবীরা একযোগে কাজ করে চলেছেন। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পরিস্থিতি আরো জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইন্দোনেশিয়া ভূমিকম্প, আগ্নেয়গিরি ও বন্যার জন্য ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে পরিচিত। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন দুর্যোগ আরো ঘন ঘন ঘটতে পারে, তাই দীর্ঘমেয়াদি প্রস্তুতি ও দুর্যোগ ব্যবস্থাপনা জোরদার করা জরুরি।
তথ্যসূত্র: বাসস