মালয়েশিয়ার খবর ১৩ সেপ্টেম্বর
মালয়েশিয়ার পেনাংয়ে হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি কর্মসূচি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২২

মালয়েশিয়ার পেনাং প্রদেশে ই-পাসপোর্ট আবেদন গ্রহণ, হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দূতাবাস। এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে দূতাবাস। পাসপোর্ট সংক্রান্ত সেবা গ্রহণ করতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক। পেনাংয়ের জর্জটাউন এলাকায় ২০-২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। অন্যদিকে, একই দিন পেনাংয়ের সিবিএল মানি ট্রান্সফার এলাকায় ই-পাসপোর্ট আবেদন গ্রহণ, হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিস কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে জানায় দূতাবাস। তবে এক অ্যাপয়েন্টমেন্টে দুই ধরনের সেবা নেওয়া থেকে বিরত থাকতে প্রবাসীদের অনুরোধ করেছে দূতাবাস।
এদিকে দূতাবাসের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসানকে বিদায় সংবর্ধনা দিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। গত ২২ আগস্ট ২০২৫ বাংলাদেশ হাইকমিশনের মিলনায়তনে বিদায়ী হাইকমিশনারকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনায় বলা হয়, দীর্ঘ তিন দশকের কূটনীতিক জীবনে শামীম আহসান অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তার মেধা ও কর্মতৎপরতার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের স্বার্থ ও বাংলাদেশের মানুষের কল্যাণ নিশ্চিত করতে সচেষ্ট থেকেছেন।