Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় পর্যটন খাতে রেকর্ড আয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬

মালয়েশিয়ায় পর্যটন খাতে রেকর্ড আয়

২০২৪ সালে মালয়েশিয়ার পর্যটন খাত থেকে আয় হয়েছে রেকর্ড ২৯১.৯ বিলিয়ন রিংগিত, যা দেশের মোট অর্থনীতির ১৫.১ শতাংশ অবদান রেখেছে। মালয়েশিয়ার পরিসংখ্যান বিভাগ (DOSM) প্রকাশিত ‘ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট ২০২৪’ অনুযায়ী, আগের বছর এই খাতের আয় ছিল ২৭১.৯ বিলিয়ন রিংগিত।

প্রধান পরিসংখ্যানবিদ দাতুক সেরি ড. মোহদ উজির মাহিদিন জানান, ২০২৪ সালে পর্যটন খাতের প্রবৃদ্ধি হয়েছে ৭.৪ শতাংশ, যদিও ২০২৩ সালে তা ছিল ১০.৯ শতাংশ। খাতভিত্তিক আয় বিশ্লেষণে দেখা যায়, রিটেইল ট্রেডে ৫.৯%, খাদ্য ও পানীয় খাতে ৫.৭% এবং অন্যান্য সেবা (স্বাস্থ্য, শিক্ষা, স্পা, ইভেন্ট) খাতে ৯.৯% প্রবৃদ্ধি হয়েছে।

সবচেয়ে বেশি আয় এসেছে রিটেইল ট্রেড থেকে ১৫৪.৫ বিলিয়ন রিংগিত (৫২.৯%), এরপর খাদ্য ও পানীয় খাত থেকে ৪৭.৭ বিলিয়ন (১৬.৩%) এবং অন্যান্য সেবা থেকে ৩৯ বিলিয়ন (১৩.৩%)। এই তিনটি খাত মিলিয়ে মোট পর্যটন আয়ের ৮২.৫% অবদান রেখেছে।

২০২৪ সালে মালয়েশিয়ায় আগত বিদেশি পর্যটকদের ব্যয় বেড়েছে ৪১.১%, যা ১০৭ বিলিয়ন রিংগিতে দাঁড়িয়েছে। এর মধ্যে ৩৬.১% ব্যয় হয়েছে কেনাকাটায়, ১৯.১% যাতায়াতে এবং ১৮.৫% আবাসনে। inbound ব্যয়ের ৯৬.১% এসেছে পর্যটকদের কাছ থেকে, আর ৩.৯% একদিনের ভ্রমণকারীদের কাছ থেকে।

অন্যদিকে, দেশীয় পর্যটকদের ব্যয় ২৫.১% বেড়ে দাঁড়িয়েছে ৯৮.৪ বিলিয়ন রিংগিতে। এর মধ্যে ৫৭.৮% পর্যটক এবং ৪২.২% একদিনের ভ্রমণকারী। অভ্যন্তরীণ পর্যটন খরচ ২০২৪ সালে ৩৩% বেড়েছে, যদিও ২০২৩ সালে তা ছিল ৬৬.১%।

পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, মহামারির আগের ২০১৯ সালের পর্যটন আয়কে ছাড়িয়ে গেছে প্রায় সব খাত, তবে আবাসন ও যাত্রী পরিবহন এখনো পুরোপুরি পুনরুদ্ধার হয়নি।

তথ্যসূত্র: দ্য স্টার

Logo