মালয়েশিয়ার খবর ১১ সেপ্টেম্বর
মালয়েশিয়ায় অভিযানে ৫ বাংলাদেশি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৭

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের অভিযানে ৫ বাংলাদেশিসহ মোট ১২৫ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বারনামা এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, অভিযানটি কুয়ালালামপুরের একটি ১৯ তলা ফ্ল্যাটের ৬৪টি ইউনিটে পরিচালিত হয়, যেখানে গ্রেপ্তারকৃতদের মধ্যে মিয়ানমার, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও বাংলাদেশি নাগরিক ছিলেন। তাদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ ডকুমেন্ট না থাকা বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধ থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তবে যে ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের নাম- পরিচয় প্রকাশ করেনি রাষ্ট্রীয় এই সংবাদ মাধ্যমটি।
একই দিন মালয়েশিয়ান অ্যান্টি-করাপশন কমিশন ২৭ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে ১৮ জন দেশটির সরকারি কর্মকর্তা। তারা বিদেশিদের অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশে সহায়তা করার সিন্ডিকেটে জড়িত ছিলেন বলে খবরে বলা হয়েছে। অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ ২ লাখ রিংগিত, সোনার বার, গহনা, গাড়ি, মোটরসাইকেল, ব্যাগ, ঘড়ি ও টেলিযোগাযোগ ডিভাইস জব্দ করা হয়েছে। এছাড়া ৪০টি ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে, যার মোট মূল্য ১ মিলিয়ন রিংগিতের বেশি।
এই দুটি অভিযান মালয়েশিয়া সরকারের অবৈধ অভিবাসন ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানকে স্পষ্ট করেছে। সরকার অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে “মাইগ্রেন্ট রিপার্টেশোন প্রোগ্রাম” চালু করেছে, যা আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। এছাড়া দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার।