অস্ট্রেলিয়ার সমৃদ্ধির জন্য দরকার আরো বেশি এশীয় অভিবাসন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০

অস্ট্রেলিয়ার অর্থনৈতিক ও নিরাপত্তা ভবিষ্যতের জন্য এশীয় অভিবাসন কম নয়, বরং আরো বেশি প্রয়োজন- এমনটিই মত দিয়েছেন এশিয়া সোসাইটি অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্থনি বুবালো। তার মতে, অভিবাসন নিয়ে অস্বস্তি বা বিতর্ক থাকলেও বাস্তবতা হলো অস্ট্রেলিয়ার দীর্ঘমেয়াদি সমৃদ্ধি ও আঞ্চলিক সংযোগের জন্য এশীয় অভিবাসীরা অপরিহার্য।
তিনি বলেন, অভিবাসন সব সময়ই কিছুটা অস্বস্তিকর প্রবাসীদের জন্য যেমন, তেমনি স্থানীয়দের জন্যও। নতুন ভাষা, সংস্কৃতি, মূল্যবোধ ও অবকাঠামোগত চাহিদা সমাজে একধরনের চাপ তৈরি করে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অস্ট্রেলিয়া যেভাবে অভিবাসনকে গ্রহণ করেছে, তা দেশটির অর্থনৈতিক ও সাংস্কৃতিক সমৃদ্ধির ভিত্তি গড়ে দিয়েছে।
বর্তমানে ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীরা অস্ট্রেলিয়ার সঙ্গে অঞ্চলের সম্পর্ক আরো গভীর করছে। তারা শুধু শ্রমশক্তি নয়, নেতৃত্ব, ভাষাজ্ঞান ও সাংস্কৃতিক দক্ষতা নিয়ে আসছেন, যা এশিয়ার দ্রুত পরিবর্তনশীল বাস্তবতায় অস্ট্রেলিয়াকে টিকে থাকতে সাহায্য করবে।
বুবালো সতর্ক করে বলেন, অতীতের মতো “আরামদায়ক ও নিশ্চিন্ত” অবস্থায় থাকলে অস্ট্রেলিয়া পিছিয়ে পড়বে। এশিয়া এখন বৈশ্বিক অর্থনীতি ও ভূরাজনীতির কেন্দ্রবিন্দু। বিশ্বের বড় বড় দেশগুলো এই অঞ্চলের বাজার, পুঁজি ও নিরাপত্তা অংশীদারিত্বের জন্য প্রতিযোগিতা করছে। অথচ অস্ট্রেলিয়ার অনেক ব্যবসা প্রতিষ্ঠান এখনো স্থানীয় বাজারেই বেশি আগ্রহী, আঞ্চলিক প্রতিযোগিতায় অংশ নিতে অনাগ্রহী।
তিনি আরো বলেন, অস্ট্রেলিয়ার কর্পোরেট নেতৃত্ব, মিডিয়া ও বিশ্ববিদ্যালয়গুলো এশিয়া সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও আগ্রহ দেখাচ্ছে না। এশীয় শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল আয় হলেও দেশীয় শিক্ষার্থীদের মধ্যে এশিয়াভিত্তিক দক্ষতা বা জ্ঞান গড়ে তোলার উদ্যোগ কম।
এই প্রেক্ষাপটে এশিয়া সোসাইটি অস্ট্রেলিয়া এবং দ্য অস্ট্রেলিয়ান ফিন্যান্সিয়াল রিভিউ যৌথভাবে "এশিয়া সামিট" আয়োজন করছে, যাতে এশিয়ার ঝুঁকি ও সম্ভাবনা নিয়ে মূলধারায় আলোচনা শুরু হয়।
বুবালো মনে করেন, এখন সময় এসেছে অস্ট্রেলিয়াকে তার আরামদায়ক অবস্থান থেকে বেরিয়ে এসে কঠিন সিদ্ধান্ত নিতে। আর সেই পথের গুরুত্বপূর্ণ অংশ হলো আরো বেশি এশীয় অভিবাসন গ্রহণ করা।
তথ্যসূত্র: Asia Society Australia