Logo
×

Follow Us

এশিয়া

বিদেশি শিক্ষার্থীদের জন্য কাজের ভিসা চালু করতে যাচ্ছে কাজাখস্তান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭

বিদেশি শিক্ষার্থীদের জন্য কাজের ভিসা চালু করতে যাচ্ছে কাজাখস্তান

বিদেশি শিক্ষার্থীদের জন্য কাজের সুযোগ উন্মুক্ত করতে কাজাখস্তান সরকার নতুন ভিসা নীতির পরিকল্পনা করছে। দেশটির বিজ্ঞান ও উচ্চশিক্ষা মন্ত্রী সায়াসাত নুরবেক জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে কাজাখস্তানে পড়তে আসা শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন।

বর্তমানে কাজাখস্তানে প্রায় ৩১ হাজার ৫০০ বিদেশি শিক্ষার্থী অধ্যয়নরত। সরকার ২০২৯ সালের মধ্যে এই সংখ্যা বাড়িয়ে ১ লাখ ৫০ হাজারে উন্নীত করার লক্ষ্য নিয়েছে। এই লক্ষ্যে ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীদের জন্য পাঁচ দিনের মধ্যে ভিসা ইস্যু করা হবে এবং পুরো শিক্ষাকালজুড়ে বহুবার প্রবেশযোগ্য ই-ভিসা (C9 ক্যাটাগরি) দেওয়া হবে।

এছাড়া, আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা বিদেশি শিক্ষার্থীরা যদি কাজাখস্তানে চাকরির প্রস্তাব পান, তাহলে তারা তিন বছর পর্যন্ত দেশটিতে কাজ করার অনুমতি পাবেন। সরকারের মতে, এই পদক্ষেপ মেধাবী তরুণদের আকৃষ্ট করবে এবং দেশটির অর্থনীতি ও গবেষণায় তাদের অবদান বাড়াবে।

কাজাখস্তানের খসড়া অভিবাসন নীতিতে আরো বলা হয়েছে, যেসব বিদেশি বিশেষ দক্ষতা সম্পন্ন, তাদের জন্য এমন ভিসা চালু করা হবে, যা ভবিষ্যতে স্থায়ী বসবাসের অনুমতিও দিতে পারে। এই সুবিধা জাতিগত কাজাখদের জন্যও প্রযোজ্য হবে।

এই উদ্যোগ কাজাখস্তানকে আন্তর্জাতিক শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শিক্ষার্থীদের জন্য কাজের সুযোগ তৈরি হলে তারা শুধু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন না, বরং স্থানীয় সমাজ ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত হতে পারবেন।

তথ্যসূত্র: টিভিব্রিকস

Logo