মালয়েশিয়ার খবর ১০ সেপ্টেম্বর
অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় মালয়েশিয়ার শক্ত অবস্থান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫১

অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় আসিয়ান অঞ্চলে শক্ত অবস্থান নিয়েছে মালয়েশিয়া। বারনামা এ খবর দিয়েছে।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ১৮তম আসিয়ান ফোরাম অন মাইগ্রেন্ট লেবারে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের মহাসচিব দাতুক আজমান মোহাম্মদ ইউসুফ বলেন, প্রায় সাত মিলিয়ন অভিবাসী শ্রমিক আসিয়ান অর্থনীতির প্রাণশক্তি হলেও তারা জোরপূর্বক শ্রম, শোষণ, উচ্চ নিয়োগ ও রেমিট্যান্স খরচসহ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় মালয়েশিয়া সরকার সামাজিক নিরাপত্তা সংস্থা ও কর্মচারী পেনশন তহবিলের আওতায় বিদেশি শ্রমিকদের অন্তর্ভুক্ত করার মতো পদক্ষেপ নিয়েছে।
দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় আয়োজিত এ ফোরামে ‘নিরাপদ অভিবাসন ও সম্মানজনক কাজের মাধ্যমে এসডিজি বাস্তবায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জোরপূর্বক শ্রম নির্মূল ও অভিবাসন খরচ কমানোর কৌশল নিয়ে আলোচনা হচ্ছে। যা আসিয়ান সদস্য রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা ও দাতা দেশগুলোর অংশগ্রহণে গৃহীত সুপারিশসমূহ ভবিষ্যতে আঞ্চলিক কর্মপরিকল্পনা ও শ্রমমন্ত্রীদের বৈঠকে উপস্থাপন করা হবে।