Logo
×

Follow Us

এশিয়া

নেপালে ভ্রমণ না করার পরামর্শ দূতাবাসের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৮

নেপালে ভ্রমণ না করার পরামর্শ দূতাবাসের

নেপালে প্রবল আন্দোলন ও দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর উত্তাল এ সময়টিতে দেশ থেকে কাউকে নেপাল না যেতে বলেছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস। একই সাথে যারা এরই মধ্যে যারা নেপালে আছেন, তাদেরও বাইরে বের না হতে পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নেপালে থাকা প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে থাকতে বলা হয়েছে। দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে, নেপালের ত্রিভুবন বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে দেশটির দৈনিক দ্য কাঠমান্ডু পোস্ট। নিরাপত্তাজনিত উদ্বেগ ও অস্বাভাবিক পরিস্থিতির কারণে আজ মঙ্গলবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে বিমানবন্দর বন্ধ করা হয়নি বলে জানা গেছে। 

দৈনিকটি আরো জানিয়েছে, নেপালি কংগ্রেসের কার্যালয়সহ মন্ত্রী ও রাজনীতিকের বাড়িতে হামলা ও আগুন দেওয়া হয়েছে। নেপালে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো রাস্তায় নেমে এসেছেন বিক্ষোভকারীরা। এ সময় জেন-জি বিক্ষোভকারীরা ক্ষমতাসীন জোটের শরিক নেপালি কংগ্রেস পার্টির কেন্দ্রীয় কার্যালয়সহ মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বাড়িতে হামলা চালিয়েছেন। এ সময় কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এর আগে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন শুরু হলে গতকাল সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৯ জন তরুণ নিহত হন। এরপর ক্ষোভ আরো ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমন করতে কর্তৃপক্ষ বলপ্রয়োগ করায় সাধারণ মানুষ ব্যাপক বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

ফলে নেপালের কাঠমান্ডুতে নিরাপত্তার বিষয়টি এখন প্রধান বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Logo