মালয়েশিয়ার খবর ৯ সেপ্টেম্বর
মালয়েশিয়ায় আলাদা ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫২

মালয়েশিয়ায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি যুবক। দেশটির পাহাং অঙ্গরাজ্যের রাউব অঞ্চলে এই ঘটনা ঘটে। বারনামা এ খবর দিয়েছে। অন্যদিকে, মালয়েশিয়ার ইস্কান্দার পুতেরি এলাকায় একটি নির্মাণ প্রকল্পে মেশিন চাপায় মারা গেছেন এক বাংলাদেশি শ্রমিক।
বৃহস্পতিবার বিকেলে কুয়ালা আতক সেগা এলাকায় নির্মাণ প্রকল্পের শ্রমিক কোয়ার্টারে নিজের ভাইকে দেখতে গেলে বজ্রপাতের শিকার হন জাহাঙ্গীর নামের এই বাংলাদেশি যুবক। রাউবের পুলিশ সুপারিন্টেনডেন্ট মোহদ শাহরিল আব্দুল রহমান জানান, বজ্রপাতের পর গুরুতর অবস্থায় তাকে দ্রুত বেন্টা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে সোমবার রাতে একটি প্রকল্পে কাজ করার সময় সেই বাংলাদেশি শ্রমিক কংক্রিট বহনকারী যন্ত্রের নিচে চাপা পড়েন। দ্রুত উদ্ধারকারী দমকল কর্মীরা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দেশটির পুলিশ জানিয়েছে, মৃতদেহ হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে।