ভিয়েতনামে ৮ মাসে এসেছে ১ কোটি ৩৯ লাখ আন্তর্জাতিক পর্যটক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬

২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভিয়েতনাম প্রায় ১ কোটি ৩৯ লাখ আন্তর্জাতিক পর্যটককে স্বাগত জানিয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২১.৭% বেশি। আগস্ট মাসেই দেশটিতে ১.৬৮ মিলিয়ন বিদেশি পর্যটক প্রবেশ করেছেন, যা জুলাইয়ের তুলনায় ৭.৮% এবং ২০২৪ সালের আগস্টের তুলনায় ১৬.৫% বেশি।
ভিয়েতনামের পর্যটন খাতের এই প্রবৃদ্ধি মূলত এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা ও আফ্রিকা থেকে আগত পর্যটকদের ওপর নির্ভর করছে। এশিয়া থেকে আগমন বেড়েছে ২১.৩%, ইউরোপ থেকে ৩৩.২%, অস্ট্রেলিয়া থেকে ১৪%, আমেরিকা থেকে ৯.১% এবং আফ্রিকা থেকে ৪.৭%।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, চীন এখনো ভিয়েতনামের সবচেয়ে বড় পর্যটন উৎস দেশ। ৩.৫ মিলিয়নেরও বেশি পর্যটক এসেছে দেশটি থেকে, যা মোট আগমনের ২৫.৪%। দক্ষিণ কোরিয়া দ্বিতীয় স্থানে, ২.৯ মিলিয়ন (২০.৯%)। এরপর রয়েছে তাইওয়ান (৮.৩ লাখ), জাপান (৫.৪ লাখ), ভারত (৪.৪ লাখ), কম্বোডিয়া (৪.৪ লাখ), রাশিয়া (৩.৭ লাখ), অস্ট্রেলিয়া (৩.৫ লাখ) এবং মালয়েশিয়া (৩.৪ লাখ)।
বিশেষভাবে উল্লেখযোগ্য, রাশিয়ান পর্যটকদের আগমন বেড়েছে ১৬৪.৯%, যা ভিয়েতনাম সরকারের রাশিয়ায় পর্যটন প্রচারণা ও বিজ্ঞাপন কর্মসূচির সফল ফলাফল। ভারতীয় বাজারেও ৪২.২% প্রবৃদ্ধি দেখা গেছে। এই প্রবৃদ্ধিকে আরো ত্বরান্বিত করতে ভিয়েতনাম জাতীয় পর্যটন প্রশাসন সেপ্টেম্বরের শুরুতে বেঙ্গালুরু ও হায়দ্রাবাদে পর্যটন প্রচারণা কর্মসূচি চালু করেছে।
ইউরোপীয় বাজারেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। যুক্তরাজ্য (+২১.৮%), ফ্রান্স (+২২.৬%), জার্মানি (+১৭.৯%), ইতালি (+২২.৬%), সুইডেন (+১৭.৩%) এবং নরওয়ে (+২০%); সবগুলো বাজারেই ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।
ভিয়েতনাম ২০২৫ সালে ২.৫ কোটি আন্তর্জাতিক পর্যটককে স্বাগত জানানোর লক্ষ্যে কাজ করছে। এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশটির পর্যটন খাতকে আরো শক্তিশালী করে তুলছে এবং বৈশ্বিক পর্যটন মানচিত্রে ভিয়েতনামের অবস্থানকে সুসংহত করছে।
তথ্যসূত্র: SunStar Network