মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদে মিলাদুন্নবী (সা.)

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪
-celebrated-with-religious-fervor-in-Malaysia_MC_08-68be89b53f4d8.jpg)
মালয়েশিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দেশটিতে এই দিবসটি ‘মওলিদুর রাসুল’ নামে পরিচিত। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে পুত্রাজায়া আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় প্রধান সমাবেশ, যার শিরোনাম ছিল ‘পেম্বাংগুন উম্মাহ মাদানি’।
সমাবেশে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম, রানী রাজা জরিথ সোফিয়া, প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম, তার স্ত্রী দাতিন সেরি ড. ওয়ান আজিজাহ এবং ধর্ম বিষয়ক মন্ত্রী দাতুক ড. মোহাম্মদ নাঈম মোক্তার। রাজা সুলতান ইব্রাহিম তার ভাষণে বলেন, “নবী মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও ইসলামী মূল্যবোধ অনুসরণ করলে মালয়েশিয়া ঐক্যবদ্ধভাবে উন্নতির শিখরে পৌঁছাতে পারবে।”
রাজধানী পুত্রাজায়ার পাশাপাশি সারাওয়াক, জোহর, মেলাকা, নেগেরি সেম্বিলান, তেরেঙ্গানু, পেরাক, কেদাহ, পাহাং, সেলাঙ্গর ও পেনাংসহ দেশজুড়ে র্যালি, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। সব বয়সের হাজারো মানুষ এসব আয়োজনে অংশ নেন।
প্রবাসী বাংলাদেশিরাও মালয়েশিয়ার বিভিন্ন স্থানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করেন। এসব আয়োজনে নির্যাতিত ফিলিস্তিনি জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ঈদে মিলাদুন্নবী (সা.) মালয়েশিয়ায় সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয় এবং এটি দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। নবী মুহাম্মদ (সা.)-এর জীবন, শিক্ষা ও মানবতার বার্তা স্মরণ করে এই দিনটি মুসলিমদের মধ্যে ঐক্য, সহমর্মিতা ও আত্মশুদ্ধির অনুপ্রেরণা জাগায়।
তথ্যসূত্র: দ্য স্ট্রেইট নিউজ