Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় ভিসা মেয়াদোত্তীর্ণে নতুন জরিমানা নীতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩

মালয়েশিয়ায় ভিসা মেয়াদোত্তীর্ণে নতুন জরিমানা নীতি

মালয়েশিয়ায় মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের জন্য নতুন অভিবাসন নীতিমালা চালু হচ্ছে আগামী অক্টোবর থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন ইসমাইল জানিয়েছেন, ৯০ দিনের মধ্যে অতিরিক্ত অবস্থানকারীদের বিরুদ্ধে আদালতের দীর্ঘ প্রক্রিয়া বাদ দিয়ে সরাসরি জরিমানা (কম্পাউন্ড) নোটিশ জারি করা হবে।

মন্ত্রী বলেন, “আগে প্রতিটি ওভারস্টে মামলার জন্য আলাদা তদন্ত কাগজপত্র তৈরি করে আদালতে পাঠাতে হতো, যা প্রায় দুই সপ্তাহ সময় নিত। এখন নির্দিষ্ট সময়সীমার মধ্যে থাকা অভিবাসীরা সরাসরি জরিমানা দিয়ে সমস্যার সমাধান করতে পারবেন।”

নতুন জরিমানার হার নির্ধারণ করা হয়েছে:

- ১-৩০ দিন অতিরিক্ত অবস্থান: দৈনিক ৩০ রিংগিত, সর্বোচ্চ ৯০০ রিংগিত

- ৩১-৬০ দিন: ১,০০০ রিংগিত

- ৬১-৯০ দিন: ২,০০০ রিংগিত

তবে কেউ যদি ৯০ দিনের বেশি সময় অবৈধভাবে অবস্থান করেন, তাহলে আগের মতোই তদন্ত ও আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী জানান, “যেসব অভিবাসী যুক্তিসংগত কারণে; যেমন অসুস্থতা, দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশে ফিরতে পারেননি, তারাও এই প্রক্রার মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করতে পারবেন।”

সরকারি কর্মকর্তারা বলছেন, নতুন ব্যবস্থায় মামলা নিষ্পত্তির সময় ১৪ দিন থেকে কমে মাত্র এক দিনে নামিয়ে আনা যাবে। এতে অভিবাসন আটক কেন্দ্রগুলোর চাপও কমবে। বর্তমানে মালয়েশিয়ায় ২৫টি অভিবাসন ডিটেনশন সেন্টার রয়েছে, যেখানে প্রায় ২০ হাজার ৭৫০ জন অভিবাসী আটক রয়েছেন।

অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ আগস্ট পর্যন্ত অভিবাসন সংক্রান্ত অপরাধে ৩৫ হাজার ২২৫ জনকে আটক করা হয়েছে। এর আগে ২৮ আগস্ট পর্যন্ত ৩৬ হাজার ৫৫৭ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এই নতুন নীতিমালা মালয়েশিয়ায় অবস্থানরত অভিবাসীদের জন্য একটি সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে, যা প্রশাসনিক জটিলতা কমিয়ে দ্রুত সমাধানের পথ খুলে দিচ্ছে।

তথ্যসূত্র: দ্য স্ট্রেইট নিউজ

Logo