Logo
×

Follow Us

এশিয়া

নেপালে বন্ধ হতে যাচ্ছে ফেসবুক, এক্স ও ইউটিউব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫

নেপালে বন্ধ হতে যাচ্ছে ফেসবুক, এক্স ও ইউটিউব

নেপাল সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ন্ত্রণ আরোপের পথে হাঁটছে। সম্প্রতি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রবি লামিচানে ঘোষণা দিয়েছেন, ফেসবুক, এক্স (সাবেক টুইটার) এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের দাবি, এসব মাধ্যমে গুজব, অপপ্রচার এবং ব্যক্তিগত চরিত্রহননের ঘটনা বেড়ে গেছে, যা সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে।

মন্ত্রী বলেন, “আমরা প্রযুক্তির বিরুদ্ধে নই, কিন্তু প্রযুক্তির অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছি।" তিনি আরো জানান, এসব প্ল্যাটফর্মে ভুয়া অ্যাকাউন্ট, মিথ্যা তথ্য এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কনটেন্ট ছড়িয়ে পড়ছে, যা দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি।

এই ঘোষণার পর নেপালের নাগরিক সমাজ, সাংবাদিক এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই বলছেন, এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। নেপালের ইন্টারনেট ইউজার গ্রুপের এক সদস্য বলেন, “গুজব রোধ করতে হলে তথ্য যাচাই ও ডিজিটাল শিক্ষার ওপর জোর দিতে হবে, পুরো প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া সমাধান নয়।"

অন্যদিকে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি সাময়িক পদক্ষেপ এবং প্রয়োজনে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে নেপালের টেলিযোগাযোগ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে এসব প্ল্যাটফর্মে নিয়ন্ত্রণ আরোপের প্রযুক্তিগত প্রস্তুতি নিতে।

বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ায় ডিজিটাল নিয়ন্ত্রণের প্রবণতা বাড়ছে। এর আগে পাকিস্তান ও শ্রীলঙ্কাও বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। তবে নেপালের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এমন সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে নেপালের প্রায় ১ কোটি ২০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী সরাসরি প্রভাবিত হবেন। বিশেষ করে তরুণ প্রজন্ম, যারা তথ্য, বিনোদন ও যোগাযোগের জন্য এসব প্ল্যাটফর্মে নির্ভরশীল।

তথ্যসূত্র: দৈনিক সমকাল

Logo