Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর সেপ্টেম্বর ৬

মালয়েশিয়ায় অবৈধ বিদেশিদের ৯০ দিনের বেশি অবস্থানে নিষেধাজ্ঞা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৩

মালয়েশিয়ায় অবৈধ বিদেশিদের ৯০ দিনের বেশি অবস্থানে নিষেধাজ্ঞা

মালয়েশিয়ায় ৯০ দিনের বেশি অবৈধ অবস্থানকারী বিদেশিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এ ঘোষণা দিয়েছেন। সংবাদ মাধ্যম বারনামা এ খবর দিয়েছে। 

বিদেশিদের জন্য চালু করা অভিবাসন বিভাগের নতুন নিয়ম অনুযায়ী, আগামী মাস থেকে যারা দেশটিতে ৯০ দিনের বেশি সময় অবৈধভাবে অবস্থান করবে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পাশাপাশি আদালতে মামলা না করে বা আইনগত জটিলতা পাশ কাটিয়ে সরাসরি জরিমানা করা যাবে।

যারা ৩০ দিন বেশি থাকবেন, তাদের প্রতিদিন ৩০ রিংগিত করে সর্বোচ্চ ৯০০ রিংগিত জরিমানা করা হবে। আবার ৬০ দিন অতিরিক্ত থাকলে এককালীন ১ হাজার রিংগিত এবং ৯০ দিনের বেশি থাকলে ২ হাজার রিংগিত জরিমানা করা হবে। 

এছাড়া ৯০ দিনের বেশি অবৈধভাবে অবস্থানকারী প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করা হবে এবং আদালতে মামলা চলবে। এই নতুন নিয়মের ফলে আইনি প্রক্রিয়ায় অবৈধ অভিবাসীদের দ্রুত ফেরত পাঠানো সহজ হবে। 

Logo