মালয়েশিয়ার খবর ৫ সেপ্টেম্বর
জোহরে ৩৮ প্রবাসী বাংলাদেশি গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৮

মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান চালিয়ে ৩৮ প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। তাদের কাছে বৈধ কোনো কাগজপত্র ছিল না বলে জানিয়েছে পুলিশ। বারনামা এই খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের ধরতে ইমিগ্রেশন পুলিশ অভিযান চালায় ইস্কান্দার পুতেরি ও কুলাই এলাকায়। অভিযানে ১৯৯ জনকে তল্লাশি চালিয়ে ৯৬ জনকে গ্রেফতার করা হয়। তার মধ্যে সবচেয়ে বেশি ছিল বাংলাদেশি। এছাড়া ১৫ ইন্দোনেশিয়ান, ১২ মিয়ানমার, ৬ পাকিস্তানি ও ৪ ভারতীয় নাগরিককে ধরেছে পুলিশ। তাদের বয়স ১৮ থেকে ৬১ বছরের মধ্যে।
তাদের বিরুদ্ধে দেশটির ইমিগ্রেশন আইন ভাঙার অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত সবাইকে আরো তদন্তের জন্য সেতিয়া ট্রোপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।