ইন্দোনেশিয়ায় ডিজিটাল অ্যারাইভাল কার্ড বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮

দক্ষিণ-পূর্ব এশিয়ার জনপ্রিয় পর্যটন গন্তব্য ইন্দোনেশিয়া এবার আন্তর্জাতিক যাত্রীদের জন্য চালু করতে যাচ্ছে অল ইন্দোনেশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড, যা আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে দেশের সব আন্তর্জাতিক প্রবেশপথে বাধ্যতামূলক হবে।
ইন্দোনেশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এই ডিজিটাল ফরমের মাধ্যমে যাত্রীদের ইমিগ্রেশন, কাস্টমস, স্বাস্থ্য ও কোয়ারেন্টাইন সংক্রান্ত তথ্য একত্রে সংগ্রহ করা হবে। এর ফলে আগমন প্রক্রিয়া হবে আরো দ্রুত, সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর।
নতুন এই নিয়ম প্রথমে ১ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে জাকার্তার সোকার্নো-হাট্টা (CGK), বালির নুরাহ রাই (DPS) এবং সুরাবায়ার জুয়ান্ডা (SUB) বিমানবন্দরে। এরপর ১ অক্টোবর থেকে এটি ইন্দোনেশিয়ার সব আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরে কার্যকর হবে।
যাত্রীরা ভ্রমণের তিন দিন আগে থেকে allindonesia.imigrasi.go.id ওয়েবসাইট অথবা All Indonesia অ্যাপ (iOS ও Android) ব্যবহার করে ফরমটি পূরণ করতে পারবেন। এটি বিনামূল্যে এবং সব যাত্রীর জন্য বাধ্যতামূলক, এমনকি ইন্দোনেশীয় নাগরিকদের জন্যও।
ফরমে যাত্রীদের দিতে হবে:
- ব্যক্তিগত পরিচয় ও পাসপোর্ট তথ্য
- যোগাযোগের মাধ্যম (ইমেইল, ফোন)
- ভ্রমণ পরিকল্পনা ও ফ্লাইট/জাহাজের বিবরণ
- আবাসনের ঠিকানা
- স্বাস্থ্য ও সাম্প্রতিক ভ্রমণ সংক্রান্ত ঘোষণা
- বহনকৃত সামগ্রী ও ইলেকট্রনিক ডিভাইসের IMEI নম্বর
ইন্দোনেশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আগমন কার্ড আগেই পূরণ করলে CIQ (কাস্টমস, ইমিগ্রেশন, কোয়ারেন্টাইন) চেকপয়েন্টে সময় বাঁচবে এবং যাত্রীদের দীর্ঘ লাইনের ঝামেলা এড়ানো যাবে।
যারা আগেই ফরম পূরণ করবেন না, তাদের বিমানবন্দরে QR কোড স্ক্যান করে তা পূরণ করতে হবে, যা সময়সাপেক্ষ হতে পারে। তাই যাত্রার আগে ফরম পূরণ করে রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
এই পদক্ষেপ ইন্দোনেশিয়ার পর্যটন ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরো আধুনিক ও কার্যকর করে তুলবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: ট্রাভেলোবিজ