Logo
×

Follow Us

এশিয়া

আবারো ভূকম্পন মালয়েশিয়ার জোহরে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩

আবারো ভূকম্পন মালয়েশিয়ার জোহরে

মালয়েশিয়ার জোহর রাজ্যে আবারো ভূকম্পনের ঘটনা ঘটেছে। ৩ সেপ্টেম্বর পারিত সুলং এলাকার শ্রী মেদানে ২.৯ মাত্রার একটি দুর্বল ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এটি গত ২৪ আগস্ট থেকে শুরু হওয়া ধারাবাহিক কম্পনের অষ্টম ঘটনা।

মালয়েশিয়ান আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটি ইয়ং পেং শহরের দক্ষিণ-পশ্চিমে প্রায় ১০ কিলোমিটার দূরে এবং ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। কম্পনের স্থানাঙ্ক ছিল ১.৯৫° উত্তর অক্ষাংশ এবং ১০২.৯° পূর্ব দ্রাঘিমাংশ।

জোহর অঞ্চলে ২৪ আগস্ট প্রথমবার ৪.১ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এরপর ২৭ আগস্ট (৩.২), ২৮ আগস্ট (২.৫), ২৯ আগস্ট (৩.৪), ৩০ আগস্ট (২.৭), ৩১ আগস্ট (২.৯) এবং সর্বশেষ ৩ সেপ্টেম্বরের ২.৯ মাত্রার কম্পনসহ মোট আটবার ভূকম্পন অনুভূত হয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সতর্কতা ব্যবস্থা গ্রহণ করবে। যদিও কম্পনগুলো দুর্বল মাত্রার, তবে ধারাবাহিকতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

জোহরের পারিত সুলং ও ইয়ং পেং এলাকার বাসিন্দারা ভূকম্পনের কারণে আতঙ্কিত। অনেকেই ঘরবাড়ি থেকে বেরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের এই ধারাবাহিকতা মালয়েশিয়ায় ভূ-প্রকৃতিগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, জোহর অঞ্চলে ভূমিকম্পের ইতিহাস খুব বেশি নেই, তাই এই পরিস্থিতি নিয়ে আরো গবেষণা প্রয়োজন।

MetMalaysia জানিয়েছে, তারা ভবিষ্যৎ কম্পনের সম্ভাবনা মূল্যায়ন করছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

তথ্যসূত্র: দ্য নিউ স্ট্রেইট টাইমস

Logo