Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় নথি জালিয়াতি: পাঁচ বাংলাদেশি গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১

মালয়েশিয়ায় নথি জালিয়াতি: পাঁচ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা FOMEMA-র নথি জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ।

২ সেপ্টেম্বর কুয়ালালামপুরের জালান রাজাক ম্যানশন ও জালান জেলাওয়াত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলান জুসোহ।

গ্রেফতারকৃতদের বয়স ১৯ থেকে ৪১ বছরের মধ্যে। তাদের মধ্যে দুজনকে মূলহোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অভিযানে ধরা পড়ে একটি আন্তর্জাতিক জালিয়াতি চক্র, যারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, নেপাল ও ইন্দোনেশিয়ার নাগরিকদের কাছে ১৫০ থেকে ২৫০ রিংগিতে জাল মেডিকেল নথি ও পাসপোর্ট সরবরাহ করছিল।

এই নথিগুলো ব্যবহার করে অভিবাসীরা FOMEMA-র স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিয়ে মালয়েশিয়ায় বৈধভাবে কাজ করার চেষ্টা করতেন।

অভিযানে উদ্ধার করা হয়েছে:

- বিভিন্ন দেশের জাল পাসপোর্ট ও কাভার

- ১১টি মোবাইল ফোন

- নগদ ২,১০০ রিংগিত

- কাগজ কাটার যন্ত্র, বিভিন্ন রঙের কালি ও স্বচ্ছ আঠালো কাগজ

- একটি পেরোডুয়া আরুজ গাড়ি

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারদের মধ্যে তিনজনের কাছে PLKS (অস্থায়ী কাজের অনুমতি) ছিল, একজনের কাছে স্টুডেন্ট পাশ এবং একজন সম্পূর্ণ অবৈধভাবে অবস্থান করছিলেন।

তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ৫৬(১)(i) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মহাপরিচালক রুসলান জুসোহ বলেন, “দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অভিবাসন বিভাগ নথি জালিয়াতি ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।”

তিনি আরো জানান, এই ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে এবং দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।

তথ্যসূত্র: দ্য নিউ স্ট্রেইট টাইমস

Logo