
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সানওয়ে রাহমান পুত্রা কনডোমিনিয়ামে অবস্থিত একটি বাড়িতে অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর ছদ্মবেশে বিদেশি পুরুষদের টার্গেট করে জুয়া খেলায় প্রলুব্ধ করত।
সেলাঙ্গর পুলিশের প্রধান দাতুক শাজেলি কাহার জানান, ৩০ আগস্ট চালানো অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে ২৮ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন। তাদের বয়স ১৯ থেকে ৩৩ বছরের মধ্যে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি ফেসবুকে নারীর পরিচয়ে অ্যাকাউন্ট খুলে বিদেশি পুরুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। এরপর তাদের বিভিন্ন জুয়া সাইটে প্রবেশ করতে উৎসাহিত করা হতো। জুয়া সংক্রান্ত লেনদেন ও অর্থ উত্তোলন হতো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যেখানে ব্যবহার করা হতো বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট।
চক্রের একজন সদস্য বাড়ির তত্ত্বাবধায়ক ও সুপারভাইজার হিসেবে কাজ করতেন, যার মাসিক বেতন ছিল ৫ হাজার রিংগিত। অন্য কর্মীরা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত কাজ করতেন এবং মাসে প্রায় ২ হাজার রিংগিত আয় করতেন।
অভিযানে পুলিশ ২১টি কম্পিউটার সেট ও ২২টি মোবাইল ফোন জব্দ করেছে। গ্রেফতারকৃতদের চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল, যা শেষ হয়েছে। তবে পুলিশ আরো রিমান্ডের আবেদন করেছে।
তথ্যসূত্র: দ্য নিউ স্ট্রেইট টাইমস