মালয়েশিয়ার খবর সেপ্টেম্বর ৩
মালয়েশিয়ায় অভিযানে ৩৭৭ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৪

মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় এক অভিযানে ৩৭৭ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। এই অভিযানে প্রবাসী বাংলাদেশিসহ মোট ৭৭০ জন অবৈধ বিদেশিকেও আটক করে ইমিগ্রেশন বিভাগ। বারনামা এ খবর দিয়েছে।
খবরে আরো বলা হয়েছে, যাদের ধরা হয়েছে, তারা সবাই একটি অনলাইন জুয়ার আস্তানায় ছিল। গভীর রাতে যখন অভিযান চালানো হচ্ছিল, তখন জুয়া খেলায় মত্ত বিদেশিরা যে যেখান দিয়ে পারে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আবার কেউ কেউ তখনো খেলায় মত্ত ছিল। এ সময় পুলিশ সবাইকেই আটক করে।
অভিযানকালে মোট ২ হাজার ৪৪৫ জনের পরিচয় যাচাই করা হয়, যার মধ্যে ১ হাজার ৬০০ জন ছিল বিদেশি আর ৮৪৫ জন মালয়েশিয়ান। আটক বাংলাদেশি নাগরিকদের বয়স ২১ থেকে ৬৫ বছরের মধ্যে, যাদের অনেকের কাছেই বৈধ কাগজপত্র ছিল না।
অভিযানে বাংলাদেশি ছাড়াও মিয়ানমার, নেপালি, ভারতীয় ও ইন্দোনেশিয়ান নাগরিক রয়েছে। আটককৃতদের প্রাথমিক স্ক্রিনিং শেষে জালিল ও লেঙ্গেং ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।