Logo
×

Follow Us

এশিয়া

ভারত যেতে ভিসা লাগবে না নেপাল ও ভুটানের নাগরিকদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩

ভারত যেতে ভিসা লাগবে না নেপাল ও ভুটানের নাগরিকদের

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MHA) এক নতুন নির্দেশনায় জানিয়েছে, নেপাল ও ভুটানের নাগরিকদের জন্য ভারতের সীমান্ত দিয়ে প্রবেশে ভিসা বা পাসপোর্ট বাধ্যতামূলক নয়, আগের নিয়মের মতোই তারা সহজে প্রবেশ করতে পারবেন।

নির্দেশনায় বলা হয়েছে, “নেপাল বা ভুটানের নাগরিক যদি স্থলপথ বা বিমানপথে নিজ দেশের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন, তাহলে তাদের পাসপোর্ট বা ভিসা লাগবে না”।

যদিও ভিসা বা পাসপোর্ট বাধ্যতামূলক নয়, তবুও সীমান্তে প্রবেশের সময় নিম্নোক্ত পরিচয়পত্রের যে কোনো একটি থাকতে হবে:

- নেপালি বা ভুটানি পাসপোর্ট

- নাগরিকত্ব সনদ

- নির্বাচন কমিশনের জারি করা ভোটার আইডি

- ভারতস্থ নেপালি বা ভুটানি মিশনের জারি করা সীমিত মেয়াদের ফটো আইডি (যদি প্রয়োজন হয়)

১০-১৮ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে, যদি তারা বাবা-মায়ের সঙ্গে ভ্রমণ করে এবং বাবা-মায়ের বৈধ কাগজ থাকে, তাহলে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক জারি করা ফটো আইডি গ্রহণযোগ্য হবে। ১০ বছরের নিচে শিশুদের জন্য কোনো পরিচয়পত্র লাগবে না।

যদি নেপাল বা ভুটান ছাড়া অন্য কোনো দেশ থেকে কেউ ভারতে প্রবেশ করেন, তাহলে পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। অর্থাৎ, তৃতীয় দেশের মাধ্যমে প্রবেশ করলে এই ছাড় প্রযোজ্য নয়।

এই নির্দেশনায় তিব্বতিদের বিষয়ও উল্লেখ রয়েছে। যারা ১৯৫৯ সালের পর থেকে ২০০৩ সালের মধ্যে ভারতে প্রবেশ করেছেন, তাদের জন্য বিশেষ এন্ট্রি পারমিট এবং নিবন্ধন সনদ থাকা আবশ্যক। যারা ২০০৩ সালের পর প্রবেশ করেছেন, তাদেরও একই নিয়মে অনুমোদিত সীমান্ত পোস্ট দিয়ে প্রবেশ করতে হবে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Logo