Logo
×

Follow Us

এশিয়া

রাশিয়ান নাগরিকদের জন্য চীনে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬

রাশিয়ান নাগরিকদের জন্য চীনে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ

চীন সরকার ঘোষণা দিয়েছে, রাশিয়ার নাগরিকরা ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চীনে ভিসা ছাড়াই ৩০ দিন পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। এই সিদ্ধান্তটি এক বছরের পরীক্ষামূলক নীতির অংশ, যা দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় করতে নেওয়া হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানিয়েছেন, এই নীতির আওতায় ব্যবসায়িক সফর, পর্যটন, পারিবারিক সাক্ষাৎ এবং শিক্ষা বিনিময়; সব ধরনের ভ্রমণই অন্তর্ভুক্ত থাকবে।

এই ঘোষণা এসেছে এমন সময়, যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে বৈঠক করেছেন। তারা পশ্চিমা চাপ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা জোরদার করার অঙ্গীকার করেছেন।

রাশিয়ার ট্যুর অপারেটরদের সংগঠন জানিয়েছে, এই ভিসামুক্ত নীতির ফলে রাশিয়ান পর্যটকদের সংখ্যা ৪০% পর্যন্ত বাড়তে পারে। ২০২৫ সালের প্রথম ছয় মাসেই ১০ লাখের বেশি রাশিয়ান নাগরিক চীন ভ্রমণ করেছেন, যা আগের বছরের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ বেশি।

চীনের সীমান্ত খোলার পর থেকে দেশটি ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিয়েছে। রাশিয়া এখন সেই তালিকায় যুক্ত হলো।

এই নীতির আওতায় শুধু সাধারণ পাসপোর্টধারী রাশিয়ান নাগরিকরা সুবিধা পাবেন। তবে ৩০ দিনের বেশি থাকতে চাইলে বা কাজের উদ্দেশ্যে গেলে ভিসা আবশ্যক হবে।

চীন ও রাশিয়ার মধ্যে এই ভিসামুক্ত ভ্রমণ নীতি শুধু পর্যটন নয়, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়েও নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

চীন ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের অংশ হিসেবে এই পদক্ষেপটি গুরুত্বপূর্ণ। এটি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াবে এবং ব্যবসা ও পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

তথ্যসূত্র: দ্য মস্কো টাইমস

Logo