মালয়েশিয়ার খবর আগস্ট ৩১
মালয়েশিয়ায় উদযাপিত হলো জাতীয় দিবস

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৮:৫৬

মালয়েশিয়ায় ৩১ আগস্ট উদযাপিত হয়েছে দেশটির জাতীয় দিবস। ৬৮তম এই জাতীয় দিবসে দিনব্যাপী দেশের প্রতিটি প্রান্তে ঐক্য ও দেশপ্রেমের উজ্জ্বল ছোঁয়ায় প্রাণবন্ত উৎসবের রূপ ধারণ করেছিল।
১৯৫৭ সালের এই দিনে মালয়েশিয়া ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জন করে। আর তখন থেকেই দিনটিকে জাতীয় ঐক্য ও দেশপ্রেমের প্রতীক হিসেবে উদযাপন করা হচ্ছে।
বারনামা নিউজ জানিয়েছে, এ বছর একটি মানবিক ও ন্যায্য সমাজের থিম সামনে রেখে কুয়ালালামপুরে আয়োজিত মূল অনুষ্ঠানেই অংশ নিয়েছিল প্রায় এক লক্ষ মালয়েশিয়ান। যার মধ্যে ২ হাজার শিক্ষার্থী মানব গ্রাফিক্স প্রদর্শন করেছে, সঙ্গে ছিল ৭৮টি সুসজ্জিত গাড়ি, ১১৬টি প্রাণী ও ২১টি ব্যান্ড পারফরম্যান্স।
পুত্রজায়ায় রাষ্ট্রীয় অনুষ্ঠানে আয়োজনটির প্রশংসা ছিল দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কণ্ঠে। অনুষ্ঠানে তিনি বলেন, দেশের ভেতরে বিভেদ সৃষ্টি জাতির জন্য বিপজ্জনক। জাতীয় ঐক্যই মালয়েশিয়ার সাফল্যের মূল চাবিকাঠি।
এই জাতীয় দিবস শুধু স্বাধীনতার আনন্দ উদযাপন নয়, এ দিনটি মালয়েশিয়ার মানুষকে নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে একত্রে থাকার শক্তি, দেশপ্রেমের উজ্জ্বলতা এবং আগামী দিনগুলোতে একতাবদ্ধ থাকার অটুট প্রেরণা।