Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়া থেকে ছয় মাসে ২৮ হাজারের বেশি অভিবাসী ফেরত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৮:২৯

মালয়েশিয়া থেকে ছয় মাসে ২৮ হাজারের বেশি অভিবাসী ফেরত

২০২৫ সালের প্রথমার্ধে মালয়েশিয়া থেকে ২৮ হাজার ৫২৫ জন অনিবন্ধিত অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই তথ্য জানানো হয়েছে ১ জানুয়ারি থেকে ৬ জুলাই পর্যন্ত ইমিগ্রেশন বিভাগের পরিসংখ্যানের ভিত্তিতে।

ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে পুরুষের সংখ্যা সবচেয়ে বেশি; ২১ হাজার ৩৯ জন (৭৪%)। এরপর রয়েছে ৬ হাজার ১৪৫ জন নারী (২১%), ৭৭৮ জন ছেলে শিশু (৩%) এবং ৫৬৩ জন মেয়ে শিশু (২%)।

জাতিগতভাবে দেখা গেছে, ইন্দোনেশিয়ার নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি; ১১ হাজার ৮৫ জন (৩৯%)। এরপর রয়েছে মিয়ানমার থেকে ৪ হাজার ৮৮৫ জন (১৭%) এবং ফিলিপাইন থেকে ৪ হাজার ৪৬৫ জন (১৬%)।

মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর আওতায় এই অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। তবে মালয়েশিয়া জাতিসংঘের ১৯৫১ সালের শরণার্থী কনভেনশনের সদস্য না হলেও ‘নন-রিফাউলমেন্ট’ নীতিকে সম্মান করে।

মন্ত্রণালয় জানিয়েছে, “জাতিসংঘের শরণার্থী সংস্থার (UNHCR) কার্ডধারীদের সাধারণত ফেরত পাঠানো হয় না, শুধু তৃতীয় দেশে পুনর্বাসনের ক্ষেত্রে তা করা হয়।”

এই পদক্ষেপের পেছনে রয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তা ও অভিবাসন ব্যবস্থাপনা শক্তিশালী করার প্রয়াস। তবে মানবাধিকার সংগঠনগুলো মালয়েশিয়ার এই নীতির প্রতি নজর রাখছে, যাতে ‘নন-রিফাউলমেন্ট’ নীতির লঙ্ঘন না ঘটে।

এই বিষয়ে পার্লামেন্টে প্রশ্ন তুলেছিলেন বুকিত বেন্ডেরা আসনের সংসদ সদস্য সায়ারলিনা আবদুল রশিদ। তার প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করে।

তথ্যসূত্র: দ্য স্টার, মালয়েশিয়া

Logo