
মালয়েশিয়ায় ই-গেমিং এখন শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি হয়ে উঠেছে সাইবার অপরাধীদের নতুন শিকার ক্ষেত্র। বিশেষ করে কিশোর-কিশোরীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, যাদের সরলতা ও প্রযুক্তিনির্ভরতা তাদের সহজ টার্গেটে পরিণত করছে।
মালয়েশিয়ান সাইবার কনজিউমার অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজ জলিল সম্প্রতি বারনামা রেডিওতে বলেন, “গেমিংয়ে ব্যাপকভাবে যুক্ত জেন-জিরা, কিন্তু তারা বুঝতে পারে না কোনটা নিরাপদ, কোনটা প্রতারণা।” তিনি জানান, প্রতারকরা সাধারণত ‘ফ্রি জেমস’ বা ‘গেম ক্রেডিট’ দেওয়ার লোভ দেখিয়ে ব্যবহারকারীদের কাছ থেকে গেম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করে। এরপর তাদের অ্যাকাউন্ট হ্যাক করে বিক্রি করে দেওয়া হয়।
আরো ভয়াবহ বিষয় হলো, কিছু গেমিং প্ল্যাটফর্মে শিশুদের যৌন নির্যাতনের উপাদান ছড়িয়ে পড়ছে। সিরাজ Roblox-এর উদাহরণ দিয়ে বলেন, “এই প্ল্যাটফর্মে এমন কনটেন্ট পাওয়া গেছে, যা কাতারে নিষিদ্ধ এবং ইউরোপীয় ইউনিয়নেও বিতর্কিত।”
তিনি অভিভাবকদের সতর্ক করে বলেন, “শুধু সন্তানকে ফোন বা ট্যাব দেওয়া যথেষ্ট নয়। কী খেলছে, কার সঙ্গে খেলছে, কী শিখছে; এসব জানা জরুরি।” তিনি পরামর্শ দেন, সন্তানদের স্ক্রিন টাইম সীমিত রাখা, অজানা লিংকে ক্লিক না করা এবং গেমিং অ্যাকাউন্টে দুই স্তরের নিরাপত্তা চালু করা উচিত।
সিরাজ বলেন, “প্রযুক্তিকে দোষ দিয়ে লাভ নেই। আমাদেরই দায়িত্ব নিতে হবে সচেতনতা বাড়াতে, সন্তানদের নিরাপদ রাখতে”।
তথ্যসূত্র: নিউ স্ট্রেইট টাইমস, মালয়েশিয়া