Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর আগস্ট ২৯

মালয়েশিয়ার সেগামাতে সিরিজ ভূমিকম্পে উদ্বেগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৯:৩২

মালয়েশিয়ার সেগামাতে সিরিজ ভূমিকম্পে উদ্বেগ

মালয়েশিয়ার জোহর রাজ্যের সেগামাতে এক সপ্তাহের মধ্যে চতুর্থ ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। শুক্রবার ভোর ৪টা ২৪ মিনিটে ৩.৪ মাত্রার ভূমিকম্পটি সেগামাত শহর থেকে প্রায় ২২ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ১০ কিলোমিটার গভীরে অনুভূত হয়। বারনামা এই খবর দিয়েছে।  

এর আগে ২৪, ২৭ ও ২৮ আগস্ট একই এলাকায় আরো তিনটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার মাত্রা ছিল ২.৫ থেকে ৪.১ পর্যন্ত। এমন ভূমিকম্পে গোটা অঞ্চলটিতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার মসজিদে মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। 

মালয়েশিয়ার আবহাওয়া অধিদপ্তর এই ভূমিকম্পগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা জানিয়েছে, মালয়েশিয়া তুলনামূলক স্থিতিশীল সুন্দা প্লেটে অবস্থিত। কিন্তু আঞ্চলিক টেকটনিক চাপের কারণে মার্জিং ফল্ট বারবার সক্রিয় হচ্ছে এবং ভূমিকম্প দেখা দিচ্ছে। আবহাওয়া দপ্তর স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ভূমিকম্প অনুভব করলে মানুষকে অনলাইনে রিপোর্ট করার জন্যও অনুরোধ করা হচ্ছে।

Logo