Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর আগস্ট ২৯

মালয়েশিয়ায় পাঁচ বাংলাদেশি অভিযুক্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৯:৫৫

মালয়েশিয়ায় পাঁচ বাংলাদেশি অভিযুক্ত

মালয়েশিয়ায় বাংলাদেশের একটি চরমপন্থি গ্রুপের কার্যক্রম ভেঙে দিয়েছে বলে দাবি করেছে দেশটির পুলিশ। পুলিশের বরাত দিয়ে এই খবর দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দ্য স্টার। খবরে আরো বলা হয়েছে, এই গ্রুপের ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন অভিযুক্ত। ১৬ জনের বিষয়ে এখনো তদন্ত চলছে, ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির পুলিশ প্রধান দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল ২৮ আগস্ট এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, এই গ্রুপের সদস্যরা বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করত, সদস্য ভর্তি করত এবং মধ্যপ্রাচের একটি জঙ্গি সংগঠনের জন্য অর্থ পাঠাত। যাদের ধরা হয়েছে বা অভিযুক্তদের নাম-পরিচয় প্রকাশ করেনি সংবাদ মাধ্যম

এদিকে, দেশটিতে কারখানা ও বিনোদন কেন্দ্রে তল্লাশি চালিয়ে ৩৬ জন বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ। শাহ আলমের একটি রিসাইকেল ফ্যাক্টরি ও পুচং একটি বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে এসব বাংলাদেশিকে আটক করা হয়। এসব বাংলাদেশিকে অভিবাসন আইনের অধীনে অপরাধের সন্দেহে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া বৈধ মালয়েশিয়া মাই সেকেন্ড হোম পাসধারী একজন বাংলাদেশিকে সন্দেহজনক পরিস্থিতিতেও তদন্ত করা হয়েছে। এদের সবাইকে লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। দেশটির ইমিগ্রেশন বিভাগের প্রধান দাতুক জাকারিয়া সাবান জানিয়েছেন, কেউ মালয়েশিয়ায় অবৈধভাবে থাকলে, ভিসা নিয়ম ভঙ্গ করলে তাদের সাথে কোনো আপস চলবে না।  

Logo