
৬৮তম স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছে মালয়েশিয়া। ১৯৫৭ সালের ৩১ আগস্ট দেশটি ব্রিটিশ শাসনের কাছ থেকে রক্তপাতহীনভাবে স্বাধীনতা অর্জন করে। এ উপলক্ষে দেশজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি ও সাজসজ্জা।
রাজধানী কুয়ালালামপুর থেকে শুরু করে প্রত্যন্ত ক্যাম্পুং এলাকার অলিগলি পর্যন্ত সজ্জিত হয়েছে নানা রঙের ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকায়। সাদা, নীল, লাল ও হলুদ রঙের মালয়েশিয়ান পতাকা উড়ছে শহরের প্রতিটি সড়কে। জাতীয় উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে সর্বত্র।
এবারের স্বাধীনতা দিবসের মূল স্লোগান- ‘মালয়েশিয়া মাদানি: রাকায়াত দিসানতুনি’। সরকারের মাদানি নীতির আলোকে এই স্লোগান জনগণের কল্যাণ, সামাজিক ন্যায্যতা ও অংশগ্রহণমূলক উন্নয়নের বার্তা বহন করছে। জাতীয় উন্নয়নের সুফল যেন সমাজের প্রতিটি স্তরে পৌঁছায়, সে লক্ষ্যেই এবারের আয়োজন।
রাষ্ট্রীয় মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায়। আয়োজনে অংশ নেবে প্রায় এক লাখেরও বেশি মানুষ। অনুষ্ঠানস্থল ও আশপাশের সড়কগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে সাময়িক যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা কুচকাওয়াজের মহড়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। শিক্ষার্থীদেরও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিতে পারে। জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ঐতিহাসিক স্মরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে দিবসের মূল আয়োজন।
তথ্যসূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন