মালয়েশিয়ার খবর আগস্ট ২৮
মালয়েশিয়ার সেগামাতে তিন দিনে দুইবার ভূমিকম্প

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৭:৫১

মালয়েশিয়ার কুয়ালালামপুরের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জোহরের সেগামাত শহরে গত তিন দিনে দুইবার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৩.২। বারনামা এই খবর দিয়েছে।
মালয়েশিয়ার মেট অফিস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল সেগামাত শহর থেকে ১৮ কিলোমিটার দক্ষিণে।
ভূমিকম্পের মাত্রা খুব বেশি না হলেও তিন দিনে দুইবার এই অঞ্চলে ভূমিকম্প আঘাত হানার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে নাগরিক ও বাসিন্দাদের মধ্যে। মেট মালয়েশিয়া জানিয়েছে, তারা ভূমিকম্পের ঘটনাবলি নজরদারির মধ্যে রেখেছে। যদিও ভূমিকম্পের সতর্কবার্তা আগে থেকে বলা সম্ভব নয়।
সেগামাত শহরে মোট দুই লাখ লোকের বাস। সেখানে কোনো প্রবাসী বাংলাদেশি থাকেন কিনা, তা জানা যায়নি। তবে সেগামাত থেকে কাছের শহর জোহর বাহরুতে কয়েক লাখ প্রবাসী বাংলাদেশির বাস। মালয়েশিয়ার বড় শহরগুলোতে আছেন কমপক্ষে ৯ লাখ প্রবাসী বাংলাদেশি।