মালয়েশিয়ার খবর আগস্ট ২৭
মালয়েশিয়ায় অনলাইন প্রতারণায় যুক্ত ১১,৮৬৪ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৯:২৪

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল জানিয়েছেন, দেশজুড়ে অনলাইন প্রতারণা সংক্রান্ত ৩১ হাজার ৯৪৯টি মামলার তদন্তের ভিত্তিতে পুলিশ ১১ হাজার ৮৬৪ জন প্রতারককে গ্রেপ্তার করেছে এবং প্রায় ১.৫ বিলিয়ন রিংগিত (প্রায় ৩৫৫ মিলিয়ন মার্কিন ডলার) উদ্ধার করতে সক্ষম হয়েছে।
‘পুলিশ স্পেশাল ডায়ালগ' অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে তিনি বলেন, “এই পরিসংখ্যান দেখায়, আমাদের কমার্শিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট কত বড় দায়িত্ব পালন করছে। আমি তাদের সাহসিকতা ও নিষ্ঠার জন্য শ্রদ্ধা জানাই।”
মন্ত্রী আরো বলেন, এই সংস্থার দক্ষতা শুধু অর্থনৈতিক নিরাপত্তা রক্ষা করেনি, বরং জনগণের আস্থা বাড়িয়েছে দেশের নিরাপত্তা সংস্থাগুলোর প্রতি। তিনি জোর দিয়ে বলেন, “জাতীয় নিরাপত্তা এখন শুধু সীমান্তে নয়, বরং সাইবার জগতেও। আমাদের তথ্য সুরক্ষা, ডিজিটাল স্বাধীনতা এবং সাইবার সচেতনতা বাড়াতে হবে।”
অনুষ্ঠানে তিনি সাইবার অপরাধ মোকাবিলায় সংস্থাগুলোর মধ্যে আরো ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান। “আমরা যদি একসাথে কাজ করি, তাহলে ক্রমবর্ধমান জটিল সাইবার হুমকির বিরুদ্ধে এক ধাপ এগিয়ে থাকতে পারব,” বলেন তিনি।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাইফুদ্দিন জানান, বছরের শেষ প্রান্তিকে ‘স্পেশাল ডায়ালগ IV’ অনুষ্ঠিত হবে, যেখানে রোড সেফটি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে। এতে গাড়ি বহরের নিয়ম, SOP এবং চলাচলের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
তিনি আরো জানান, ২০২৬ সালে ‘পুলিশ সিকিউরিটি সিম্পোজিয়াম’ এবং ২০২৭ সালে মালয়েশিয়া আয়োজিত ‘এশিয়া ইন্টারন্যাশনাল সিকিউরিটি সামিট অ্যান্ড এক্সপো’ হবে। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন নিরাপত্তা সংস্থা, প্রযুক্তি সরবরাহকারী এবং নীতিনির্ধারকরা অংশ নেবেন, যা আঞ্চলিক নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবে।
তথ্যসূত্র: নিউ স্ট্রেইট টাইমস