
মালয়েশিয়ার সারাওয়াক অভিবাসন বিভাগ এক রাতের অভিযানে ৭৯ জন বিদেশিকে আটক করেছে। ২২ আগস্ট রাত ১১টা থেকে ২৩ আগস্ট ভোর ২টা পর্যন্ত চালানো এই অভিযান পরিচালিত হয় কুচিং শহরের বিভিন্ন স্থানে, যার মধ্যে ছিল পাঁচটি ভাড়া বাড়ি ও একটি নাইট ক্লাব।
আটকদের মধ্যে রয়েছেন ৭৩ জন ইন্দোনেশীয় পুরুষ, একজন ভিয়েতনামী নারী এবং পাঁচজন ফিলিপিনো নারী। তাদের বিরুদ্ধে অভিযোগ—
- বৈধ ভ্রমণ নথি না থাকা
- অনুমোদিত সময়ের বেশি অবস্থান
- ভিজিট পাসের অপব্যবহার
তাদের বিরুদ্ধে তদন্ত চলছে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(c) ও ১৫(১)(c) অনুযায়ী, পাশাপাশি অভিবাসন বিধিমালা ১৯৬৩ অনুসারে।
অভিযান চালানো হয় লোরং বাটু কাওয়া ও মাতাং এলাকার পাঁচটি বাড়িতে, যেগুলোকে অবৈধ অনলাইন জুয়া কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এছাড়া শহরের কেন্দ্রস্থলের একটি নাইট ক্লাবেও অভিযান চালানো হয়। এই পদক্ষেপ এসেছে জনসাধারণের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে।
অভিবাসন বিভাগ জানিয়েছে, তারা অবৈধ অভিবাসন ও ভ্রমণ অনুমতির অপব্যবহার রোধে দৃঢ় প্রতিজ্ঞ। জনসাধারণের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বিভাগটি জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছে।
তথ্যসূত্র: দ্য বোরনেও পোস্ট