মালয়েশিয়ার খবর ২১ আগস্ট
কারখানায়ও হানা দিচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ২১:০৮

মালয়েশিয়ার কুলাইমের একটি কারখানায় রেইড দিয়ে ৫২ জন বিদেশি কর্মীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বারনামা এই খবর দিয়েছে।
মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, কারখানাটিতে ৬৯৫ জন কর্মী ছিলেন, যার মধ্যে আমেরিকান, বাংলাদেশি, নেপালি, মিয়ানমার ও চীনা নাগরিক ছিলেন। সেখানে শ্রমিকদের তল্লাশি ও তাদের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
কেদাহ ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ রিদ জুরিয়ান মোহাম্মদ জাইন জানিয়েছেন, গোয়েন্দা তথ্য ও অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আটককৃতদের বয়স ২২ থেকে ৫২ বছর। ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হতে পারে।
মালয়েশিয়ায় ইয়ার অব ইনফোর্সমেন্টের আওতায় এ বছর অবৈধদের ধরতে জোর অভিযান চলছে দেশটিতে। এখন গোপন খবরের ভিত্তিতে কারখানায় কারখানায় অভিযান চালানো হচ্ছে।একই সাথে অবৈধদের দেশে ফিরে যাওয়ার সুযোগও দেওয়া হচ্ছে। অবৈধ শ্রমিকরা ৫০০ রিংগিত জরিমানা দিয়ে জেল খাটা থেকে মুক্তি নিয়ে দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। তা না হলে পাঁচ বছরের জেল, সাথে সর্বোচ্চ ১০ হাজার রিংগিত জরিমানার ঝুঁকিতে পড়তে হচ্ছে অবৈধ শ্রমিকদের।