Logo
×

Follow Us

এশিয়া

ভিয়েতনামে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট সহজ হলো

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৯

ভিয়েতনামে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট সহজ হলো

ভিয়েতনাম সরকার ২০২৫ সালের আগস্টে একটি নতুন ডিক্রি জারি করেছে, যার মাধ্যমে বিদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। ২০২১ সালের পর এটিই সবচেয়ে বড় সংস্কার, যার লক্ষ্য হলো নিয়মনীতির জটিলতা কমানো, সময় বাঁচানো এবং উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের আকৃষ্ট করা।

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে স্থানীয় নিয়োগপথে বিদেশি কর্মী নিয়োগ দিতে হলে নিয়োগদাতা প্রতিষ্ঠানকে মাত্র ৫ কর্মদিবসের জন্য চাকরির বিজ্ঞাপন দিতে হবে, যা আগে ছিল ১৫ দিন। এছাড়া বিজ্ঞাপন শুধু সরকারি পোর্টালে নয়, নিজস্ব ওয়েবসাইট বা অন্যান্য প্ল্যাটফর্মেও দেওয়া যাবে। এতে করে অভ্যন্তরীণ ট্রান্সফার বা জরুরি নিয়োগের ক্ষেত্রে সময় ও খরচ কমবে।

আবেদন প্রক্রিয়ায়ও এসেছে সরলতা। এখন থেকে চাকরির অনুমোদন, পুলিশ ক্লিয়ারেন্স এবং ওয়ার্ক পারমিট একসঙ্গে আবেদন করা যাবে। শ্রমচুক্তি জমা দেওয়ার বাধ্যবাধকতা নেই, যদি না কর্তৃপক্ষ তা চায়। এছাড়া ছয় মাস অন্তর রিপোর্ট জমা দেওয়ার নিয়মও বাতিল হয়েছে।

যোগ্যতার ক্ষেত্রেও শিথিলতা এসেছে। এখন থেকে ‘এক্সপার্ট’ হিসেবে আবেদন করতে হলে ২ বছরের অভিজ্ঞতা ও বিশ্ববিদ্যালয় ডিগ্রি থাকলেই চলবে (আগে ছিল ৩ বছর)। আর প্রযুক্তি, বিজ্ঞান বা অর্থনীতির মতো অগ্রাধিকারপ্রাপ্ত খাতে মাত্র ১ বছরের অভিজ্ঞতাই যথেষ্ট। টেকনিক্যাল কর্মীদের জন্য প্রয়োজন ২ বছরের অভিজ্ঞতা ও ১ বছরের প্রশিক্ষণ।

ওয়ার্ক পারমিট ছাড়াই কাজ করার সুযোগও বেড়েছে। এখন থেকে বছরে ৯০ দিন পর্যন্ত কাজ করা যাবে পারমিট ছাড়া। ভিয়েতনামী নাগরিকের জীবনসঙ্গীদের জন্য আর আলাদা ‘এক্সেমশন সার্টিফিকেট’ লাগবে না। কিছু গুরুত্বপূর্ণ খাতের বিশেষজ্ঞরাও এই ছাড়ের আওতায় পড়বেন।

যদি কোনো কর্মী একাধিক প্রদেশে কাজ করেন, তাহলে আবেদন করতে হবে সেই প্রদেশের পিপলস কমিটিতে, যেখানে কোম্পানির প্রধান কার্যালয় অবস্থিত। তবে অন্যান্য কর্মস্থলের কর্তৃপক্ষকে জানাতে হবে।

স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে নতুন নিয়ম বলছে, বিদেশি চিকিৎসকের সনদ তখনই গ্রহণযোগ্য হবে যদি সংশ্লিষ্ট দেশের সঙ্গে ভিয়েতনামের পারস্পরিক স্বীকৃতি চুক্তি থাকে। না থাকলে কর্মীদের স্থানীয়ভাবে মেডিকেল পরীক্ষা করাতে হতে পারে।

সবশেষে, আবেদন প্রক্রিয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন পারমিট বা এক্সেমশনের জন্য আবেদন করতে হবে কাজ শুরুর ১০ কর্মদিবস আগে এবং অনুমোদন মিলবে ১০ কর্মদিবসের মধ্যে। নবায়নের ক্ষেত্রে আবেদন করতে হবে মেয়াদ শেষ হওয়ার ১০ দিন আগে এবং অনুমোদন মিলবে ৫ কর্মদিবসের মধ্যে।

এই সংস্কারগুলো ভিয়েতনামের প্রযুক্তি, বিজ্ঞান, অর্থনীতি ও উদ্ভাবন খাতে দক্ষ বিদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তথ্যসূত্র: Vietnam Briefing

Logo